Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
২ মে ২০২৪ ১২:২৬

ঢাকা: রাজধানীর খিলগাঁও থেকে হাত-পা বাঁধা ও তোষক দিয়ে মোড়ানো অবস্থায় রুবেল (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, তাঁকে হত্যার পর হাত-পা বেঁধে চটের বস্তার ভেতর ঢুকিয়ে রাস্তার পাশে ফেলে যায় দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২ মে) সকাল ৮টার দিকে খিলগাঁওয়ের উত্তর গোড়ান এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

নিহত রুবেলের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবিনগর থানার গোপালপুর গ্রামে। তার বাবার নাম মৃত আব্দুল ওহাব। তিনি খিলগাঁওয়ের মেরাদিয়ায় এলাকায় স্ত্রীকে থাকতেন।

খিলগাঁও থানার উপ পরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালের দিকে সংবাদ পেয়ে উত্তর গোড়ান আইসক্রিম ফ্যাক্টরির একটি গলি থেকে ওই যুবকের মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় ওই যুবকের হাত-পা বাঁধা ও চটের বস্তা ও তোষক দিয়ে পেঁচানো অবস্থায় ছিল। এছাড়া মাথায় ধারাল অস্ত্রের আঘাত রয়েছে। ধারণা করা হচ্ছে, ওই যুবককে কুপিয়ে হত্যার পর মরদেহ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসএসআর/ইআ

টপ নিউজ হাত-পা বাঁধা মরদেহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর