Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিউনিসিয়ায় নৌকাডুবি: ৮ বাংলাদেশির মরদেহ ঢামেক মর্গে

স্টাফ করেসপন্ডেন্ট
২ মে ২০২৪ ২০:১০

ঢাকা: ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে মারা যাওয়া আট বাংলাদেশির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২ মে) বিকেলে মরদেহগুলো মর্গে পাঠায় বিমানবন্দর থানা পুলিশ। সৌদিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটযোগে এসব মরদেহ দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসিন আরাফাত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপরের দিকে আটটি মরদেহ বিমানবন্দরে আসে। সেখান থেকেই মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। শুক্রবার মরদেহগুলোর ময়নাতদন্ত হবে। এরপর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

নিহত আট জনের মধ্যে সজল, নয়ন বিশ্বাস, মামুন শেখ, কাজী সজীব ও কায়সার খলিফার বাড়ি মাদারীপুর জেলায়। আর রিফাত, রাসেল ও ইমরুল কায়েস আপনের বাড়ি গোপালগঞ্জে।

এর আগে, গত ১৪ ফেব্রুয়ারি শেষ রাতে জুয়ারা উপকূল থেকে ইউরোপে যাত্রাপথে ৫২ জন যাত্রী এবং একজন চালকসহ নৌকাটি তিউনিসীয় উপকূলে ডুবে যায়। ওই সময় ৪৪ জনকে জীবিত উদ্ধার করা হয়। এর মধ্যে ২৭ জন বাংলাদেশি রয়েছেন। এ ছাড়া, পাকিস্তানের আট জন, সিরিয়ার পাঁচজন, মিসরের চার জন রয়েছেন। আর নিহত নয় জনের মধ্যে আট জন বাংলাদেশি ও অন্যজন পাকিস্তানের নাগরিক জানা গেছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম

টপ নিউজ তিউনিসিয়া নৌকাডুবি


বিজ্ঞাপন
সর্বশেষ

কুষ্টিয়া থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
৬ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৮

সম্পর্কিত খবর