৪ বিভাগে ফের ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট
২ মে ২০২৪ ২০:৩১
ঢাকা: মে মাসের দ্বিতীয় দিনে এসে দেশের কিছু কিছু এলাকায় বহুল আকাঙ্ক্ষিত বৃষ্টির দেখা মিললেও একই সঙ্গে তাপপ্রবাহও অব্যাহত রয়েছে। আবহাওয়া অধিফতর বলছে, চার বিভাগের ওপর দিয়ে এখনো বইছে তাপপ্রবাহ, যা অব্যাহত থাকতে পারে আরও ৪৮ ঘণ্টা।
বৃহস্পতিবার (২ মে) আবহাওয়া অধিদফতর এই সতর্কবার্তা জারি করেছে। এ মৌসুমে এ নিয়ে সপ্তমবারের মতো হিট অ্যালার্ট জারি হলো।
উপপরিচালকের পক্ষে আবহাওয়াবিদ মো. ওমর ফারূকের সই করা সতর্কবার্তায় বলা হয়েছে, ঢাকা বিভাগের পশ্চিমাঞ্চলসহ খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
আরও পড়ুন- ৪ বিভাগে আরও ৪৮ ঘণ্টার জন্য হিট অ্যালার্ট
বার্তায় আরও বলা হয়েছে, জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ার কারণে অস্বস্তি বাড়তে পারে।
এ মৌসুমে প্রথম সারা দেশে হিট অ্যালার্ট তথা তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয় গত ৩ এপ্রিল, সেটি কার্যকর ছিল ৭২ ঘণ্টার জন্য। এরপর তাপমাত্রা কিছুটা কমেছিল। পরে দ্বিতীয় দফায় সতর্কবার্তা জারি করা হয় ১৯ এপ্রিল।
এরপর থেকে এক হিট অ্যালার্টের মেয়াদ শেষ হতেই ফের হিট অ্যালার্ট জারি করা হয়। সবশেষ গত ২৮ এপ্রিল পঞ্চমবারের মতো ৭২ ঘণ্টার সতর্কবার্তা জারি করে আবহাওয়া অধিদফতর। এরপর গত ৩০ এপ্রিল চার বিভাগে ৪৮ ঘণ্টার জন্য হিট অ্যালার্ট জারি করা হয়, যা ছিল ষষ্ঠ সতর্কবার্তা। এবার ওই চার বিভাগেই আরও ৪৮ ঘণ্টার জন্য তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হলো।
সারাবাংলা/টিআর