রাঙ্গামাটি: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় মারিশ্যা-বাঘাইহাট সড়কের দুই টিলা নামক স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে সড়কের ওপর মাটি পড়লে বাঘাইছড়ির সঙ্গে সারা দেশের যান চলাচল বন্ধ হয়ে গেছে।
বৃহস্পতিবার (২ মে) রাতে ভারী বৃষ্টিতে পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আজ শুক্রবার (৩ মে) সকাল থেকে কোনো যানবাহন বাঘাইছড়ি ছেড়ে আসতে পারেনি, কোনো যানবাহন বাঘাইছড়িতে যেতেও পারেনি।
বাঘাইছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীণ আক্তার বলেন, ভারী বৃষ্টিতে পাহাড় ধসে এই সড়কে যান চলাচল বন্ধ আছে। তবে মাটি সরানোর কাজ চলছে।
খাগড়াছড়ির সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী তৌহিদুল বারী বলেন, গতকালের (বৃহস্পতিবার) ভারী বৃষ্টিতে দীঘিনালা সড়কের জামতলী বেইলি ব্রিজটি একটু নড়বড়ে হয়েছে। সেটি মেরামতের কাজ চলছে। সেটি ঠিক হলে, পাহাড় ধসের মাটি সরানোর গাড়ি খাগড়াছড়ি থেকে পাহাড় ধসের স্থানে যেতে পারবে। একটু সময় লাগতে পারে।