Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সিগারেটের আগুনে’ পুড়ল ১০০ বিঘা পানের বরজ, নিঃস্ব ৮০ চাষি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ মে ২০২৪ ২০:৪১

রাজশাহী: রাজশাহীর বাগমারা উপজেলায় ৫৩টি পানের বরজ পুড়ে ভস্মীভূত হয়েছে। এই ঘটনায় হতাহতের কোনো খবর পওয়া যায়নি, তবে নিঃস্ব হয়েছে প্রায় ৮০ জন পানচাষি। তাদের প্রায় ১০০ বিঘা জমির পানের বরজ পুড়ে যায় হয়ে গেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ হিসেবে পানচাষিরা বলছেন, সিগারেটের আগুন থেকে এই আগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

শুক্রবার (৩ মে) দুপুরে বাগমারা উপজেলার গনিপুর ইউনিয়নের পোড়াকয়া গ্রামে মাঠে হঠাৎ করেই পান বরজে আগুন লেগে যায়। আগুন মূহুর্তে ছড়িয়ে পড়লে অন্তত ১০০ বিঘা পানের বরজ ক্ষতিগ্রস্ত হয়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

পানের বরজ পুড়ে যাওয়া চাষি আসাদুল ইসলাম জানান, প্রথমে আগুন লাগে ইসাহাকের বরজে। এরপরে মুহূর্তেই ছড়িয়ে পড়ে একের পর এক পানের বরজে। এত প্রায় ৮০ জন চাষির ১০০ বিঘা পানের বরজ পুড়ে গেছে। এই আগুনে অনেকে চাষির একবিঘা থেকে দেড় বিঘা করে পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে। তারা এখন নিঃস্ব হয়ে গেছেন।

তিনি বলেন, ‘আগুনে এমনভাবে পুড়েছে তাতে পানের বরজের কোন কিছু অবশিষ্ট নেই। সব বরজ নতুন করে তৈরি করতে হবে। বছরের এই সময়ে পানের দাম সবচেয়ে বেশি থাকে। এখন বাজারে নতুন পান বিক্রি হচ্ছে চার হাজার টাকা পোয়া। আর পুরানো পান বিক্রি হচ্ছে ৫ থেকে সাড়ে ৫ হাজার টাকা পোয়া দরে। এই সময় পানের বরজ পুড়ে যাওয়া মানে চোখের সামনে টাকা পুড়ে ছাই হয়ে যাওয়া। গ্রামবাসী যে যেভাবে পেরেছে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু ততক্ষণে অনেক পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে।’

গনিপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান রঞ্জু বলেন, ‘একুরেট বলতে পারবো না। তবে ৬০-৭০ বিঘার বেশি হবে। আমরা চাষিদের তালিকা করতে বলেছি। আগামীকাল শনিবার তালিকাটা হাতে পাব। এর পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যামে জেলা প্রশাসককে দেওয়া হবে। যদি সরকারিভাবে কিছু টাকা পেলে এই চাষিদের উপকার হবে। এই ঘটনায় অনেক চাষি একবারে নিঃস্ব হয়ে গেছে। মাত্র পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে চাষিদের কোটি টাকার পান পুড়ে গেছে।’

রাজশাহী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আক্তার হামিদ খান বলেন, ‘রাজশাহী, বাগমারা, মোহনপুর ও আত্রাই এর ৪টি ইউনিট ঘণ্টাখানেকের চেষ্টায় পান বরজের আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে শতাধিক কৃষকের ক্ষতি হয়েছে। কিভাবে আগুনের সূত্রপাত তা জানা যায়নি।’

উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম বলেন, ‘কৃষি অফিসের কর্মকর্তাদের নিয়ে পুড়ে যাওয়া পানের বরজ পরিদর্শন করা হয়েছে। স্থানীয়দের প্রাথমিকভাবে ধারণা, সিগারেটের আগুন থেকে এই ঘটনা ঘটতে পারে। এই ঘটনায় আনুমানিক ৯০ থেকে ১০০ বিঘা জমির পান পুড়ে গেছে। আমরা ইউপি চেয়ারম্যানের কাছে তালিকা চেয়েছি ক্ষতিগ্রস্ত চাষিদের জন্য।’

সারাবাংলা/এমও

আগুন টপ নিউজ পানের বরজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর