কুবিতে ‘বি’ ইউনিটে গুচ্ছ ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৮৬.৬৭ শতাংশ
৩ মে ২০২৪ ২১:০২
কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে গুচ্ছের মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিতির হার ৮৬.৬৭ শতাংশ।
শুক্রবার (৩ মে) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ ২টি উপকেন্দ্রে এ পরীক্ষা সম্পন্ন হয়। এবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ ২ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ৪ হাজার ২৯২ জন। তথ্যানুযায়ী, ৩ হাজার ৭২০ জন পরীক্ষার্থী উপস্থিত ছিলেন এবং ৫৭২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন বলেন, ‘ভর্তি পরীক্ষায় আমার কাছে কোনো অভিযোগ আসেনি। পরীক্ষার্থী-অভিভাবকদের অভিজ্ঞতা ভালো, এদিকে উপস্থিতির হারও সন্তোষজনক। তীব্র গরমে আমরা সবগুলো রুমে পানির ব্যবস্থা করেছিলাম। এবার ২ জন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী ছিলেন তাদের শ্রুতি লেখকের মাধ্যমে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।’
প্রসঙ্গত, আগামী ১০ মে, শুক্রবার সকাল ১১টা থেকে ১২টায় ‘সি’ ইউনিটের মাধ্যমে গুচ্ছের চলতি ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শেষ হবে।
সারাবাংলা/এমও