চুয়াডাঙ্গায় আগুনে পুড়ে নিঃস্ব ৭ পরিবার
৩ মে ২০২৪ ২২:১৭
চুয়াডাঙ্গা: আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের হুদাপাড়ায় বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিঃস্ব হয়ে গেছে ৭টি পরিবার। শুক্রবার (৩ মে) দুপুর ১২টায় এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
এসব পরিবারের জিনিসপত্র ও নগদ অর্থসহ প্রায় ২৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হয়েছে। এদের মধ্যে কেউ কৃষক, কেউ ক্ষুদ্র ব্যবসায়ী। তাদের পরনের কাপড় ছাড়া ঘরে কোনো কিছু অবশিষ্ট নেই।
ক্ষতিগ্রস্তরা হলেন, সাইফুল ইসলাম (৫০), প্রবাসী শাহীন (২৩), হযরত (৩৫), মিজানুর রহমান (৫২), নাজমুল হুদা (৩০), প্রবাসী মেহের (৪০), হাসান (৩০) ও সাইফুল (৩০)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে চিৎলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুজ্জামান সরোয়ার জানান, আগুনের সূত্রপাত সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া না গেলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক তারের গোলযোগের কারণে আগুন লেগেছে। এই ইউনিয়নে এত বড় অগ্নিকাণ্ডের ঘটনা আগে দেখা যায়নি।
তিনি আরও জানান, ঘটনাস্থল পরিদর্শন করে তিনি নিজ উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের ১৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ১ কেজি আলু, ১ কেজি সয়াবিন তেল ও নগদ ১ হাজার টাকা দিয়ে সহযোগিতা করা হয়েছে।
সারাবাংলা/এমও