Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শুধু চাকরি পাবার জন্য পড়ালেখা করলে হবে না’

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ মে ২০২৪ ২৩:২১

চট্টগ্রাম ব্যুরো: শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, ‘শিক্ষা গ্রহণের ক্ষেত্রে প্রচলিত ধ্যান-ধারণা পাল্টাতে হবে। আমাদের ছাত্রছাত্রীরা যদি মনে করেন যে, তারা সাধারণ শিক্ষা গ্রহণ করে ভালো ফল করবেন এবং একটা চাকরি পাবেন, এই যে শুধুমাত্র চাকরি পাবার মানসিকতা এর থেকে বের হয়ে আসতে না পারলে, বহু শিক্ষার্থীর জীবন ধ্বংস হয়ে যাবে।’

শুক্রবার (৩ মে) সকালে চট্টগ্রামে ইউসেপ (আন্ডারপ্রিভিলেজড চিলড্রেনস এডুকেশনাল প্রোগ্রামস) বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উৎসবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। নগরীর কালুরঘাটে এ কে খান ইউসেপ টিভিইটি কমপ্লেক্স প্রাঙ্গনে দিনব্যাপী এ উৎসব হয়েছে।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘আমরা কারিগরি শিক্ষা সম্প্রসারণের কাজ চালিয়ে যাচ্ছি। বৃত্তিমূলক শিক্ষা, কারিগরি শিক্ষা, যেসব শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি পাবে, সেগুলোকে আমরা গুরুত্ব দিয়ে শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এখন দরকার শিক্ষার্থীসহ আমাদের সবার মানসিকতার পরিবর্তন। আমাদের শুধু চাকরি পাবার শিক্ষা গ্রহণ করলে হবে না, দক্ষ মানবসম্পদ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।’

ইউসেপ বাংলাদেশের বোর্ড অব গভর্নরসের সাবেক চেয়ারপারসন ও এ কে খান ফাউন্ডেশনের ট্রাস্টি সেক্রেটারি সালাউদ্দিন কাশেম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সংসদ সদস্য আবদুচ ছালাম, ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. মো. আবদুল করিম, বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অতিরিক্ত সচিব নাজনীন কাওসার চৌধুরী, ইউসেপ বাংলাদেশের অ্যাসোসিয়েশন মেম্বার ও দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক, এ কে খান এন্ড কোম্পানির চেয়ারম্যান এ এম জিয়াউদ্দিন খান,সমাজসেবা অধিদফতরের বিভাগীয় পরিচালক কাজী নাজিমুল ইসলাম, কারিগরি শিক্ষাবোর্ডের কর্মকর্তা ইন্দ্রানী ধর।

বিজ্ঞাপন

ইউসেপের উপ-মহাব্যবস্থাপক আকরাম হোসেনের সঞ্চালনায় প্রতিষ্ঠানটির নিয়োগকর্তা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ইউসুফ, চসিক কাউন্সিলর কাজী নুরুল আমিন মামুন, প্রতিষ্ঠানটির উপ-পরিচালক জয় প্রকাশ বড়ুয়া এবং আঞ্চলিক ব্যবস্থাপক মাসুদ আলমও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

১৯৭২ সালে নিউজিল্যান্ডের নাগরিক লিন্ডসে এ্যালান চেইনি’র প্রতিষ্ঠা করা ইউসেপ এখন বাংলাদেশের আটটি ভৌগলিক এলাকায় তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে। ইউসেপের সাধারণ ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ৩৫ হাজারের বেশি শিশু-কিশোর, তরুণ প্রশিক্ষণ নিচ্ছে।

সারাবাংলা/আরডি/এমও

শিক্ষামন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর