চাল বিতরণে অনিয়ম: জেলে ও চেয়ারম্যানের সমর্থকদের সংঘর্ষে আহত ১৫
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ মে ২০২৪ ১৪:৫৮
৪ মে ২০২৪ ১৪:৫৮
চাঁদপুর: চাঁদপুরে জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগে জেলেদের সঙ্গে ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সেলিম খানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সদস্যসহ ১২ জন আহত হয়েছেন।
শুক্রবার (৩ মে) জেলার সদর উপজেলার ১০ নম্বর লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শুক্রবার বিকেলে চাল বিতরণের সময় নিবন্ধিত জেলেরা চাল না পেয়ে ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যান সেলিম খানকে ঘিরে রাখে। এ সময় চেয়ারম্যান সমর্থক ও জেলেদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ একটি দল ঘটনাস্থলে গেলে হামলার শিকার হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২৬ রাউন্ড গুলিবর্ষণ করে পুলিশ।
আহতদের চাঁদপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহত উপপরিদর্শক মুকবুল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
সারাবাংলা/ইআ