Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাগড়াছড়িতে বজ্রপাতে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ মে ২০২৪ ১৩:০২

খাগড়াছড়ি: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের মধ্যবেতছড়ি গ্রামে বজ্রপাতে মা ও শিশু সন্তানের মৃত্যু হয়েছে। এ ছাড়া দুটি গবাদি পশুরও মৃত্যু হযেছে। রোববার (৫ মে) ভোরে দীঘিনালায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- হাসিনা বেগম (৩০) ও তার ছেলে হানিফ মিয়া (৮)।

বজ্রপাতে ঘরে আগুন লেগে যায়। দীঘিনালা ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিভিয়ে মরদেহ উদ্ধার করে। এদিকে রামগড়ে ব্রজপাতে আরও একজনের মৃত্যু হয়েছে।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদা বেগম লাকি জানান, বজ্রপাতে টিনের ঘরটি পুড়ে মা ও ছেলের শরীর অঙ্গার হয়ে গেছে। ঘটনার সময় হাসিনা বেগমের গাড়ি চালক স্বামী ছাদেক আলী বাড়িতে ছিলেন না।

দীঘিনালা থানারভ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হক জানান, বজ্রপাতে ঘরে আগুন লেগে মা ও ছেলের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে।

এদিকে ভোরে জেলার রামগড়ে বজ্রপাতে গনজ মারমা (৫০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি ওই এলকার বাসিন্দা কংজ্র মারমার ছেলে।

সারাবাংলা/ইআ

টপ নিউজ বজ্রপাত মা-ছেলের মৃত্যু


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর