Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিজিবিকে শক্তিশালী করতে যা দরকার করব’


২০ ডিসেম্বর ২০১৭ ১১:৪৬

সারাবাংলা ডেস্ক

‘নির্বাচন, প্রাকৃতিক দুর্যোগ, ও মনুষ্যসৃষ্ট  দুর্যোগ মোকাবিলায় বিজিবি গুরুত্বপুর্ণ ভূমিকা রাখে। শান্তি প্রতিষ্ঠার সব ক্ষেত্রে বিজিবি ভূমিকা অগ্রগণ্য।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা  বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)  দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেছেন।

বিজিবি সদর দফতর  পিলখানায় বুধবার সকালে এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, বিজিবিকে বিভিন্ন সময় নানা সহায়তা দেওয়া হয়েছে। এই মুহূর্তে বাংলাদেশের অর্থনীতি অনেক মজবুত । ফলে বিজিবিকে শক্তিশালী করতে যা যা দরকার করব। এখন থেকে ২৫ বছর পর্যন্ত বিজিবি সদস্যদের রেশন দেওয়া হবে।’

শেখ হাসিনা বলেন, ‘যারা মানুষকে ভালো থাকতে দেয় না, মানুষ পুড়িয়ে মারে, দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না নির্মম গণহত্যা চালায় তাদের অন্যায় রুখে দিতে বিজিবি সদস্যরা মানুষের পাশে দাঁড়ায়।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘ভারতের সাথে আলোচনা করে সীমান্ত সমস্যার সমাধান করা হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়া ছিটমহল বিনিময় হয়েছে যা পৃথিবীর ইতিহাসে বিরল।’

সবার জন্যই ভালো সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে, বলেন প্রধানমন্ত্রী।

সারাবাংলা/জিআ/আইজেকে

বিজ্ঞাপন
সর্বশেষ

২৪ বলে ০ রানে জাকিরের লজ্জার রেকর্ড
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৮

সম্পর্কিত খবর