Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সস্ত্রীক উমরাহ পালন করলেন মির্জা ফখরুল

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ মে ২০২৪ ১৫:৩১

ঢাকা: সস্ত্রীক পবিত্র উমরাহ পালন করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৪ মে) এশার নামাজের পরে সহধর্মিণী রাহাত আরা বেগমকে নিয়ে তিনি ওমরাহ পালন করেন বলে জানিয়েছেন মক্কা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ।

তিনি বলেন, ‘মহাসচিব স্যার শনিবার এশার নামাজের পর উমরাহ পালন করেন। উমরাহ পালনের যেসব আনুষ্ঠানিকতা আছে যেমন তাওয়াফ করা, সাফা-মারওয়ায় সাঈ করা প্রভৃতি কাজ সম্পন্ন করেছেন। মসজিদুল হারাম বা হারাম শরীফে উনারা নামাজ আদায় করেছেন।’

আবুল কালাম আজাদ বলেন, ‘এ সময় তিনি বাংলাদেশ ও দেশের জনগণের পাশাপাশি সমগ্র মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে দোয়া করেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের লাখ লাখ নেতা-কর্মীরা জন্য আল্লাহ রাব্বুল আ‘লামিনের কাছে রহমত চেয়ে দোয়া করেছেন বিএনপি মহাসচিব।’

তিনি বলেন, ‘এখন (রোববার) উনারা মক্কায় আছেন। উনারা মক্কায় বিভিন্ন ঐতিহাসিক স্থানসমূহ যেমন, আরাফাত ময়দান, মিনা-মুজদালিফা, জাবালে সাওর, জাবালে রহমত, জাবালে নূর, জমজম কূপ, মসজিদে নামিরা, মক্কা জাদুঘর, জান্নাতুল মোয়াল্লা প্রভৃতি ঐতিহাসিক স্থানে যাবেন। এরপর আগামীকাল (সোমবার) মক্কা থেকে জেদ্দা যাবেন। আগামী ৮ মে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন বিএনপি মহাসচিব।’

এর আগে, শনিবার মাগরিবের নামাজের পরে বিএনপি মহাসচিব স্বস্ত্রীক মদিনা থেকে মক্কায় পৌঁছেন। গত ২ মে তারা বাংলাদেশ বিমানে মদিনা পৌঁছেন। মদিনা পৌঁছে বিএনপি মহাসচিব ও তার স্ত্রী রাহাত আরা বেগম মহানবী হযরত মুহাম্মদ (সা.) রওজা মোবারক জিয়ারত করেন। শুক্রবার মসজিদে নববীতে জুম্মার নামাজ আদায় করেন বিএনপি মহাসচিব।

সারাবাংলা/এজেড/ইআ

উমরাহ টপ নিউজ মির্জা ফখরুল


বিজ্ঞাপন
সর্বশেষ

আইভরি কোস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৪০

সম্পর্কিত খবর