Thursday 18 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: দুই দিন ধরে চলাচলে শিডিউল বিপর্যয়

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ মে ২০২৪ ১৮:০৬ | আপডেট: ৬ মে ২০২৪ ০৩:২০

ঢাকা: গাজীপুরের জয়দেবপুর স্টেশন সংলগ্ন এলাকায় তেলবাহী ওয়াগন ও যাত্রীবাহী কমিউটার ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটে শুক্রবার (৩ মে) সকালে। ওই ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি। সকালের ট্রেন দুপুরে, দুপুরের ট্রেন বিকেলে, বিকেলের ট্রেন রাত দুপুরেও ছেড়ে যেতে দেখা গেছে। বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হতে আরও একদিন সময় লাগবে।

রোববার (৫ মে) রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে দেখা গেছে, ঢাকা-রাজশাহী রুটে চলাচল করা ট্রেন ধূমকেতু এক্সপ্রেস সকাল ৬টায় ছাড়ার কথা থাকলেও ট্রেনটি স্টেশনে পৌঁছাতে দুপুর গড়িয়ে যায়। আবার ঢাকা-বুড়িমারী রুটে চলাচল করা বুড়িমারী এক্সপ্রেস সকাল সাড়ে ৮টায় স্টেশন ছাড়ার কথা থাকলেও সেটি দুপুরে ছেড়ে গেছে বলে জানা গেছে। এমন শিডিউল বিপর্যয় ঘটেছে রংপুর এক্সপ্রেস, রাজশাহী কমিউটর মোহনগঞ্জ এক্সপ্রেসহ অনেক ট্রেন।

বিজ্ঞাপন

ট্রেন দেরিতে ছাড়ার কারণে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অনেকে দীর্ঘসময় স্টেশনে অপেক্ষা করে বিরক্তি প্রকাশ করছেন।

রাজশাহী কমিউটরের যাত্রী নাফিসা বলেন, ‘কোনো অ্যানাউন্সমেন্টও করছে না যে, জানতে পারব কখন ট্রেন ছাড়া হবে। তিন ঘণ্টা ধরে বসে আছি স্টেশনে।’

মোহনগঞ্জ এক্সপ্রেসের যাত্রী জব্বার হোসেন বলেন, ‘আড়াই ঘণ্টা ধরে অপেক্ষা করছি। এই গরমে এভাবে বসে থাকা মুশকিল হয়ে যাচ্ছে।’

এর আগে, শনিবারও (৪ মে) রংপুর এক্সপ্রেস সকাল ৯টা ১০ মিনিটে এই ট্রেন ছাড়ার কথা থাকলেও সেটি ছেড়ে যায় সন্ধ্যায়।

সকালে রাজশাহী রুটে ধুমকেতু এক্সপ্রেস নির্ধারিত সময়ের চেয়ে দুই ঘণ্টা দেরি করে ছেড়েছে।পর্যটন এক্সপ্রেস ছেড়েছে আড়াই ঘণ্টা দেরিতে। দুই ঘণ্টা দেরি করে ছেড়েছে চিলাহাটি এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেস, মহানগর প্রভাতী। একই চিত্র দেখা গেলো রোববারও।

এ প্রসঙ্গে ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার সারাবাংলাকে বলেন, ‘দুর্ঘটনার কারণে উত্তরাঞ্চলের কিছু ট্রেন বিলম্বে ছাড়ছে। আশা করছি, আগামীকাল সোমবার (৬ মে) থেকে সব ঠিক হয়ে যাবে।’

উল্লেখ্য, শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে গাজীপুরের জয়দেবপুরে তেলবাহী ওয়াগন ও যাত্রীবাহী কমিউটার ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় প্রায় অর্ধশত যাত্রী আহত হন। দুর্ঘটনাকবলিত ট্রেন উদ্ধার করতে দীর্ঘ সময় লেগে যায়। যে কারণে শিডিউল বিপর্যয়ে পড়ে রেল চলাচল। যা এখনো স্বাভাবিক হয়নি।

সারাবাংলা/জেআর/একে

বিজ্ঞাপন

কুয়াকাটায় আইনজীবীকে কুপিয়ে জখম
১৯ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৩

আরো

সম্পর্কিত খবর