Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুডিসিয়াল সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট
৫ মে ২০২৪ ১৯:৫৯

ঢাকা: সপ্তদশ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষা, ২০২৪ এর প্রাথমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

রোববার (৫ মে) বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সিনিয়র সহকারী সচিব (প্রশাসন) ইয়াসমিন বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি কমিশনের ওয়েবসাইট (www.bjsc.gov.bd) এ প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে প্রবেশ পদে (সহকারী জজ) নিয়োগের উদ্দেশ্যে নেওয়া প্রিলিমিনারি পরীক্ষায় ৬০৩ জন উত্তীর্ণ হয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০০ জন সহকারী জজ নিয়োগের নিমিত্তে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক গত ১৯ ফেব্রুয়ারি প্রকাশিত ‘সপ্তদশ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষা, ২০২৪’ এর বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখের মধ্যে মোট ৭ হাজার ৩১০ জন পরীক্ষার্থী আবেদন করেন। এরপর গতকাল ৪ মে উক্ত পরীক্ষার প্রাথমিক পরীক্ষা (Preliminary Examination) গ্রহণ করা হয়।

আবেদনকারী পরীক্ষার্থীদের মধ্যে ৬ হাজার ২০২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে ৩১ জন পরীক্ষার্থীর উত্তরপত্র বিভিন্ন কারণে বাতিল ঘোষণা করা হয়। আজ ৫ মে ওই প্রাথমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

ফলাফল পর্যালোচনায় দেখা যায়, মোট ৬০৩ জন পরীক্ষার্থী সপ্তদশ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের পরীক্ষা, ২০২৪ এর প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন; অর্থাৎ পাসের হার ৯.৭২%।

পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের তালিকা কমিশনের ওয়েবসাইট (www.bjsc.gov.bd) এ প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য যে, সপ্তদশ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষা, ২০২৪ এর লিখিত পরীক্ষার সময়সূচি যথাসময়ে কমিশনের ওয়েবসাইট ও জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হবে।

সারাবাংলা/কেআইএফ/এমও

জুডিসিয়াল সার্ভিস টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর