Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রাজিলে বন্যায় ৭৫ জন নিহত, বাস্তুচ্যুত প্রায় ৭০ হাজার মানুষ

আন্তর্জাতিক ডেস্ক
৬ মে ২০২৪ ১০:৫১

ব্রাজিলের দক্ষিণাঞ্চলে বন্যা ও ভূমিধসে গত ৭ দিনে কমপক্ষে ৭৫ জনের মৃত্যু ও প্রায় ৭০ হাজার মানুষ তাদের বাড়ি-ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে। দেশটির বেসরকারি প্রতিরক্ষা সংস্থা এ কথা জানিয়েছে।

সংস্থাটি আরও জানায়, দুর্যোগে আরও কমপক্ষে ৭৪ জন আহত ও ১০৩ জন বিপর্যয়কর বন্যায় নিখোঁজ হয়েছে। খবর এপি’র।

নগরী জুড়ে প্রবাহিত গুয়াইবা নদীর, উচ্চতা ৫.০৪ মিটার হয়েছে। গুয়াইবা নদীর পানির এ উচ্চতা ১৯৪১ সালের ঐতিহাসিক ধ্বংসাত্মক বন্যার রেকর্ড ছাড়িয়ে গেছে। ওই বন্যায় নদীটির পানির উচ্চতা হয়েছিল ৪.৭৬ মিটারের উপরে।

কর্তৃপক্ষগুলো জলাবদ্ধতায় আটকে পড়া মানুষের সন্ধানে চার চাকা-ড্রাইভ যানবাহন-এমনকি জেট স্কিস-চার-চাকা-ড্রাইভ যানবাহন ব্যবহার করে জলাভূমির আশেপাশের অঞ্চলগুলোতে তাদের সরিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রতিরক্ষা সংস্থাটি জানিয়েছে, ৬৯ হাজার ২০০ বাসিন্দা বাস্তুচ্যুত হতে বাধ্য হওয়া ছাড়াও ১০ লাখের বেশি মানুষ সুপেয় পানি থেকে বঞ্চিত রয়েছে।

সারাবাংলা/এমও

টপ নিউজ ব্রাজিল ব্রাজিলে বন্যা


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর