Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজায় হামাসের হামলায় ইসরাইলের ৩ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
৬ মে ২০২৪ ১১:৫১ | আপডেট: ৬ মে ২০২৪ ১৫:৫৩

অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে কেরেম শালোম সীমান্ত ক্রসিংয়ে এক ঝাঁক রকেট হামলা চালানো হয়েছে। এতে ইসরাইলের তিন সৈন্য নিহত হয়েছে। ইসরাইলের সামরিক বাহিনী এ কথা জানিয়েছে। এ হামলায় আহত হয়েছে ১২ জন, তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

ফিলিস্তিনি গ্রুপ হামাসের সশস্ত্র শাখা রকেট হামলার দায় স্বীকার করেছে। রোববারের এ হামলার পর ইসরাইল সীমান্ত ক্রসিং বন্ধ করে দেয়। গাজায় ত্রাণ সরবরাহের জন্যে ক্রসিংটি ব্যবহার করা হচ্ছিল।

বিজ্ঞাপন

ইসরাইলের সামরিক বাহিনী আরও বলেছে, রাফা ক্রসিংসংলগ্ন এলাকা থেকে ১৪টি রকেট নিক্ষেপ করা হয়েছে।

সামরিক বাহিনীর মুখপাত্র পিটার লার্নার জানান, বিমান বাহিনী তাৎক্ষণিকভাবে হামলার জবাব দিয়েছে। যে লাঞ্চারগুলো থেকে প্রজেক্টাইলগুলো নিক্ষেপ করা হচ্ছিল সেগুলো ধ্বংস করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘আমাদের দৃষ্টিকোণ থেকে এটি খুবই ভয়াবহ ও অগ্রহণযোগ্য বিষয়। সৈন্যদের কেন হত্যা করা হয়েছে তা খতিয়ে দেখছে সেনাবাহিনী।’

সারাবাংলা/এমও

গাঁজা টপ নিউজ হামাসের হামলা