Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রামুতে পাহাড়ি ছড়ায় গোসলে নেমে ২ শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ মে ২০২৪ ১৩:২৫

কক্সবাজার: রামুতে পাহাড়ি ছড়ায় গোসলে নেমে ২ শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৬ মে) সকাল ১০টায় রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চেইন্দা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য জাফর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতরা হল, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা এলাকার ফজল আহমদের ছেলে আব্দুর শুক্কুর (১২) এবং একই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে সালাহ উদ্দিন খোকা (১০)।

বিজ্ঞাপন

স্থানীয়দের বরাতে জাফর আলম বলেন, ‘সোমবার রাতে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িসহ বিভিন্ন এলাকায় হালকা ও মাঝারি বৃষ্টিপাত হয়। এতে শুষ্ক মৌসুমে শুকিয়ে যাওয়া পাহাড়ি ছড়ার বিভিন্ন স্থানে সৃষ্ট গর্তে বৃষ্টির পানি জমে থাকে। সকালে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা এলাকার পাহাড়ী ছড়ায় গর্তে জমে থাকা পানিতে স্থানীয় ৬/৭ জন শিশু মিলে গোসলে করতে নামে। একপর্যায়ে ৪ জন শিশু ছড়ার পানিতে ডুবে যায়।’

স্থানীয় এ ইউপি সদস্য আরও বলেন, ‘ঘটনাস্থলে থাকা অন্য শিশুদের চিৎকারে স্থানীয়রা ৪ জনকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।’

রামু থানার ওসি আবু তাহের দেওয়ান জানান, দক্ষিণ মিঠাছড়িতে পাহাড়ি ছড়ায় গোসলে নেমে দুই শিশুর মৃত্যুর খবরে শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত ২ শিশুর মৃতদেহ নিজেদের বাড়িতে রয়েছে।

সারাবাংলা/এমও

২ শিশুর মৃত্যু টপ নিউজ পাহাড়ি ছড়া

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর