মঠবাড়ীয়ায় ৪০ মেগাওয়াট পাওয়ার গ্রিড স্থাপনের দাবি এমপি শামীম’র
৬ মে ২০২৪ ২১:১৫
ঢাকা: ৪০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন পাওয়ার গ্রিড বিদ্যুৎ সঞ্চালন লাইন স্থাপনের দাবি জানিয়েছেন পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য শামীম শাহনেওয়াজ। সোমবার (৬ মে) জাতীয় সংসদে ৭১ বিধি জনগুরুত্বপূর্ণ নোটিশে তিনি এ দাবি জানান।
তিনি বলেন, ‘উপকূলীয় অঞ্চল হিসেবে মঠবাড়ীয়া উপজেলায় প্রতিবছর বন্যা, সাইক্লোন, সিডর ও আইলাসহ নানাপ্রকার প্রাকৃতিক ঘূর্ণিঝড়ে হয়েই থাকে। ফলে গাছ ও ডাল-পালা ভেঙে বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়। ওই সময় বিদ্যুৎ আসতে দীর্ঘ সময় লাগে। কখনো কখনো আবার বিদ্যুতের লাইন সংযোগ দিতে ১০/১৫ দিন সময় লেগে যায়। তখন বিদ্যুতের চাহিদার জন্য প্রত্যেকটি পরিবার হাহাকার করে। বিদ্যুতের অভাবে ছোট, বড় ও মাঝারি শিল্পকারখানার উৎপাদন ক্ষমতা কমে যায়।’
শামীম শাহনেওয়াজ বলেন, ‘গ্রীষ্ম মৌসুমে বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক জনদুর্ভোগ দেখা দেয়। এ সময় প্রচণ্ড তাপপ্রবাহে লোকজন দিশাহারা হয়ে পড়ে। বিশেষ করে এলাকার মৎস্যজীবী, কৃষক, খামারি ও ছোট-বড়-মাঝারি শিল্প-কারখানা বিদ্যুৎতের অভাবে বিপাকে পড়ে। তাই মঠবাড়ীয়া উপজেলার মধ্যবর্তী গুলশাখালী নামক স্থানে ৪০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি পাওয়ার গ্রিড বিদ্যুৎ সঞ্চালন লাইন স্থাপন করা জরুরি। এতে মঠবাড়ীয়া, পাথরঘাটা, বামনা ও ভান্ডারিয়া উপজেলার লোকজন উপকৃত হবে এবং বিদ্যুৎতের অসহনীয় দুভোর্গ থেকে মুক্তি পাবে।’
এ বিষয়ে তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীর দৃষ্টি আর্কষণ করেন।
সারাবাংলা/এএইচএইচ/পিটিএম