Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের সামনে সিরিজ জয়ের হাতছানি

স্পোর্টস ডেস্ক
৭ মে ২০২৪ ০৯:১৪

৩য় ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ-জিম্বাবুয়ে

সিরিজের প্রথম দুই ম্যাচ জিততে বাংলাদেশকে খুব একটা বিপাকে পড়তে হয়নি। চট্টগ্রামে পাঁচ ম্যাচের সিরিজে আজ তৃতীয় টি-২০ তে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে শান্তর দল। দুই ম্যাচে দাপট দেখানো বাংলাদেশের সামনে আজ সিরিজ নিশ্চিত করার হাতছানি। বাংলাদেশ কি পারবে দুই ম্যাচ হাতে রেখেই জিম্বাবুয়ের বিপক্ষে আরেকটি সিরিজ জয়ের আনন্দে ভাসতে? নাকি প্রথম দুই ম্যাচের হতাশা কাটিয়ে জয় দিয়েই সিরিজে ফিরবে জিম্বাবুয়ে?

বিজ্ঞাপন

পরিসংখ্যান 

এখন পর্যন্ত ২২টি টি-২০ ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-জিম্বাবুয়ে। পরিসংখ্যানে অনেকটাই এগিয়ে বাংলাদেশই। ২২ ম্যাচের ১৫টিতেই জয় বাংলাদেশের, ৭ ম্যাচে জিতেছে জিম্বাবুয়ে। সব মিলিয়ে ৭টি দ্বিপাক্ষিক টি-২০ সিরিজ খেলেছে দুই দল। সেখানেও এগিয়ে শান্তরা। বাংলাদেশের জয় তিনটি সিরিজে, জিম্বাবুয়ের জয় একটিতে, বাকি তিনটি শেষ হয়েছে সমতায়। বাংলাদেশের সামনে আজ আরেকটি সিরিজ জয়ে এগিয়ে যাওয়ার সুযোগ।

প্রথম দুই ম্যাচে বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে জিম্বাবুয়েকে অল্পতেই বেঁধে ফেলেছে বাংলাদেশ। আজও সেই ধারা বজায় রেখে জিম্বাবুয়ের বিপক্ষে সহজ জয়ের আশায় মাঠে নামবে বাংলাদেশ। সাথে ব্যাটারদের ভালো একটা প্রস্তুতিও সেরে ফেলতে চাইবেন শান্তরা।

পিচ ও কন্ডিশন

সিরিজের দুই ম্যাচেই টসে জিতে বোলিং নিয়েছিল বাংলাদেশ। অধিনায়কের সিদ্ধান্তের সম্মান দেখিয়ে দারুণ বোলিং করেছেন বাংলাদেশের বোলাররা। ঘাসে ভরা পিচে আজও বোলাররা সুবিধা পাবেন বলেই ধারণা করা হচ্ছে। টসে জিতে তাই আজকেও বোলিং নেওয়ার সম্ভাবনাই বেশি দুই দলের অধিনায়কের। গতদিনের প্রচণ্ড ঝড় বৃষ্টিতে নাকাল ছিল চট্টগ্রাম। আজও ম্যাচ চলাকালীন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি আইনে ম্যাচের ফলাফল নির্ধারণের বড় সম্ভাবনা তাই থেকেই যাচ্ছে।

দলের খবর 

প্রথম দুই ম্যাচে বাংলাদেশ বেশ দাপটের সাথেই জয় পেয়েছে। বিশেষ করে বোলিং বিভাগে কোন পরিবর্তন আসার সম্ভাবনা নেই। ব্যাটারদের কেউ কেউ রানে না থাকলেও উইনিং কম্বিনেশন ভাঙতে চাইবেন না বাংলাদেশ কোচ। অপরিবর্তিত দল নিয়েই তাই মাঠে নামবেন শান্তরা।

জিম্বাবুয়ে দলের ব্যাটিংয়ে দৈন্য দশা প্রকাশ পেয়েছিল প্রথম দুই ম্যাচে। তৃতীয় ম্যাচে তাই দলের একাদশে পরিবর্তন আসতে পারে।

বিজ্ঞাপন

সম্ভাব্য একাদশ 

বাংলাদেশ: লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলি, শেখ মেহেদী, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।

জিম্বাবুয়ে: জয়লর্ড গুম্বি, ক্রেইগ আরভিন, ব্রায়ান বেনেট, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, ক্লাইভ মাদান্দে, লুক জঙ্গুই, ওয়েলিংটন মাসাকাদজা, রায়ান বার্ল, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা।

আজ দুপুর ৩টায় চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে সিরিজের তৃতীয় টি-২০ তে মুখোমুখি হবে দুই দল। আজ জিতলেই দুই ম্যাচ হাতে রেখেই আরেকটি সিরিজ জয় নিশ্চিত করবে বাংলাদেশ। সিরিজে টিকে থাকতে হলে তাই আজ জয়ের বিকল্প নেই সিকান্দার রাজাদের সামনে।

বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার সিরিজের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি এবং অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি

সারাবাংলা/এফএম

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ শান্ত সিরিজ জয়

বিজ্ঞাপন

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর