হাওরে ৯৮ শতাংশ ধান কাটা শেষ: খাদ্যমন্ত্রী
৭ মে ২০২৪ ১৫:৫০
ঢাকা: হাওর অঞ্চলে এখন পর্যন্ত ৯৮ ভাগ বোরো ধান কাটা হয়ে গেছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেছেন, সারাদেশের ধান তোলার পরিস্থিতিও ভালো। আর দশ থেকে বারোদিন সময় পেলে সব ফসল ঘরে তোলা সম্ভব হবে।
মঙ্গলবার (৭ মে) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, ‘সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জে, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া এলাকার ধান ৯৮ থেকে ৯৯ শতাংশ কাটা শেষ। সারাদেশের মধ্যে রংপুরে ১০ ভাগ, দিনাজপুরে ১০ ভাগ ধান কাটা শেষ। সারাদেশে সব মিলিয়ে ৬০ শতাংশ ধান কাটা শেষ।’
খাদ্যমন্ত্রী বলেন, ‘হাওরের ধান কেউ কেউ শুকিয়ে ঘরে তুলেছে। পরশু শিলা বৃষ্টিতে কোথাও কোথাও সামান্য ক্ষতি হয়েছে। আমাদের দেশ কৃষিতে আমরা প্রকৃতির ওপর নির্ভর। সব ধান কেটে ঘরে না ওঠা পর্যন্ত সৃষ্টিকর্তার নাম নিতে হবে।’
তথ্যে জানা যায়, হাওরভুক্ত ৭টি জেলার হাওরে এবছর বোরো আবাদ হয়েছে ৪ লাখ ৫২ হাজার হেক্টর জমিতে। আর হাওর ও হাওরের বাইরে উঁচু জমি মিলে মোট বোরো আবাদ হয়েছে ৯ লাখ ৫৩ হাজার হেক্টর জমিতে। উৎপাদন লক্ষ্যমাত্রা ৪০ লাখ টন চাল। আর এবছর সারা দেশে ৫০ লাখ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে, আর উৎপাদন লক্ষ্যমাত্রা ২ কোটি ১৫ লাখ মেট্রিক টন চাল। গত ২০২১-২২ অর্থবছরে বোরো ধান আবাদ হয়েছিল ৪৮ লাখ ১৪ হাজার হেক্টর জমিতে, উৎপাদন হয়েছিল প্রায় ২ কোটি ২ লাখ টন চাল।
সারাবাংলা/জেআর/এমও