Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় ফেরি থেকে নদীতে পড়ে শিশু নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ মে ২০২৪ ১৭:১৪

খুলনা: খুলনার দাকোপ উপজেলার পানখালী ফেরি থেকে নদীতে পড়ে হৃদি রায় (৭) নামের এক শিশু নিখোঁজ হয়েছে।

গতকাল সোমবার (৬ মে) রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (৭ মে) বিকেল ৪টা পর্যন্ত শিশুটির সন্ধান পাওয়া যায়নি। তবে উদ্ধার করার জন্য তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিসের দুটি দল।

প্রত্যক্ষদর্শী ও নিখোঁজ শিশুর পরিবার সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সুন্দরবনের করমজল ইকো-ট্যুরিজম ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে পরিবারের সঙ্গে বেড়াতে গিয়ে রাতে ট্রলারযোগে ফিরছিল শিশুটি। বৃষ্টি থাকায় ট্রলার থেকে ফেরিঘাটে নেমে ফেরির ওপর দিয়ে দৌড় দেওয়ার সময় অন্ধকারে বুঝতে না পেরে পন্টুন ও ফেরির ফাঁকা স্থান দিয়ে নদীতে পড়ে যায়। শিশুটিকে কেউ পড়ে যেতে না দেখলেও তার দৌড়ে যাওয়া ও পানিতে পড়ে যাওয়ার শব্দ শুনতে পায়।

দাকোপ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আবুল বাসার জানান, গতকাল সোমবার রাতে দুর্ঘটনাকবলিত স্থানে উদ্ধার কাজ শুরু করা হয়। তবে রাত ২টা পর্যন্ত শিশুটির কোনো খোঁজ মেলেনি। মঙ্গলবার সকাল ৭টা থেকে পুনরায় উদ্ধার কাজ শুরু হলেও বিকেল ৪টা পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি। তাকে উদ্ধারের জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে।

সারাবাংলা/একে

খুলনা ফেরি শিশু নিখোঁজ

বিজ্ঞাপন

দেশের বাইরে ‘বরবাদ’
১২ এপ্রিল ২০২৫ ২১:২০

ধর্ষণের অভিযোগে প্রেমিক আটক
১২ এপ্রিল ২০২৫ ২১:০৪

আরো

সম্পর্কিত খবর