Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে তুরস্কের যুদ্ধজাহাজ

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ মে ২০২৪ ১৯:৪৫

চট্টগ্রাম ব্যুরো: তিনদিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে এসেছে তুরস্কের নৌবাহিনীর যুদ্ধজাহাজ টিসিজি কিনালিয়াদা।

মঙ্গলবার (৭ মে) দুপুরে জাহাজটি চট্টগ্রাম বন্দরের জেটিতে পৌঁছায়। বৃহস্পতিবার জাহাজটি বাংলাদেশ ত্যাগ করবে বলে নৌবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

তুরস্কের জাহাজটি বন্দরের জেটিতে পৌঁছানোর পর নৌবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এম আসাদুজ্জামান স্বাগত জানান। রীতি অনুযায়ী নৌবাহিনীর সুসজ্জিত বাদকদল ব্যান্ড পরিবেশন করে। তুরস্ক হাই কমিশনের প্রতিনিধি দল এবং বাংলাদেশ নৌবাহিনীর পদস্থ কর্মকর্তারা এসময় ছিলেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, তুরস্কের জাহাজটিতে কর্মকর্তা ও নাবিকসহ মোট ১৫২ জন সদস্য আছেন। সফরকালে তারা নৌবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের অধিনায়ক, বন্দর চেয়ারম্যানসহ সামরিক-বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন। এছাড়া চট্টগ্রামে নৌবাহিনীর ঘাঁটি ও স্থাপনাসহ বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করবেন।

সারাবাংলা/আরডি/এনইউ

টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর