Monday 05 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কর ব্যবস্থাপনায় দক্ষতার অভাব ও দুর্নীতি রয়েছে: দেবপ্রিয়

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ মে ২০২৪ ২০:৫৬

ঢাকা: বিশিষ্ট অর্থনীতিবিদ ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, জিডিপির অনুপাতে ঋণ কম দেখানো যাচ্ছে; বিপরীত ফল দেখা যাচ্ছে রাজস্ব আয়ে। জিডিপির অনুপাতে রাজস্ব আয় বাড়েনি। যারা কর দেওয়ার কথা তারা দিচ্ছেন না। কর ব্যবস্থাপনায়ও দক্ষতার অভাব এবং দুর্নীতি রয়েছে। কর দেওয়ায় মানুষের আগ্রহ কম। কারণ স্বাস্থ্য, শিক্ষা, গণপরিবহনে প্রত্যাশিত সেবা পাচ্ছে না তারা।

মঙ্গলবার (৭ মে) রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) কার্যালয়ে আয়োজিত এক স্মরণসভায় এ কথা বলেন তিনি। প্রয়াত সাংবাদিক মোয়াজ্জেম হোসেন স্মরণে ‘ব্যষ্টিক অর্থনীতির চ্যালেঞ্জ এবং এগিয়ে যাওয়ার উপায়’ শীর্ষক এ সভার আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

সভায় সভাপতিত্ব করেন ইআরএফ সভাপতি রেফায়েত উল্লাহ মীরধা। সংগঠনটির সাধারণ সম্পাদক আবুল কাশেমের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন ইংরেজি দৈনিক ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সরকারের অদক্ষতার বড় শিকার হচ্ছে উল্লেখ করে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘এনবিআরের সামনে অলৌকিক লক্ষ্যমাত্রা দিয়ে দেওয়া হয়। তবে, এ বছর মন্দার মধ্যেও কর আদায় বেড়েছে।’

তিনি বলেন, ‘প্রতিবছর প্রায় ১৫ থেকে ২০ শতাংশ করে বাজেট কমছে। যা বাজেট দেওয়া হয় তার ৪০ শতাংশ বাস্তবায়ন হচ্ছে। বর্তমানে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১৬ থেকে ১৭ শতাংশের বেশি সরকারি ব্যয় হয় না। সরকারের অদক্ষতার বড় শিকার হচ্ছে এনবিআর। এনবিআরের সামনে অলৌকিক লক্ষ্যমাত্রা দিয়ে দেওয়া হয়।’

তিনি আরও বলেন, ‘সমস্যার মধ্যেও অন্যান্য অনেক দেশের তুলনায় বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত বাস্তবায়নে শুল্ক বাড়ানো, প্রণোদনা কমানোর মতো কিছু সুবিধা সরাতে হবে। এগুলোর মধ্যে সমন্বয় হতে হবে সুচারুভাবে। যাতে ক্ষুদ্র প্রতিষ্ঠান, এসএমই, গ্রামীণ শিল্প, অভ্যন্তরীণ বাজারে যারা কাজ করেন তারা সমস্যায় না পড়েন। আবার করপোরেট করে স্বচ্ছতা নিশ্চিত করা, করের ন্যূনতম মাত্রা বাড়াতে হবে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’

খাদ্য নিরাপত্তা বিষয়ে ড. দেবপ্রিয় বলেন, ‘এ বছর ভালো ফসল হয়েছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। মজুত বাড়াতে গুদামজাত করতে হবে।’

সারাবাংলা/জিএস/পিটিএম
বিজ্ঞাপন

আরো