হজযাত্রীদের ভিসা প্রক্রিয়ার সময় বাড়ল
স্পেশাল করেসপন্ডেন্ট
৭ মে ২০২৪ ২২:৩৪
৭ মে ২০২৪ ২২:৩৪
ঢাকা: হজযাত্রীদের ভিসা প্রক্রিয়ার সময় আরেক দফা বাড়ানো হয়েছে। আগামী ১১ মে পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। এরমধ্যে ভিসা কার্যক্রম শেষ করতে বলা হয়েছে।
মঙ্গলবার (৭ মে) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সেখানে আরো বলা হয়, হজযাত্রীদের ভিসার জন্য আবেদনে সময় নির্ধারিত ছিল ২৯ এপ্রিল। কিন্তু এ সময়ের মধ্যে ভিসার কার্যক্রম শেষ না হওয়ায় ১ম দফায় ৭ মে পর্যন্ত সময় বাড়ানো হয়। কিন্তু ২৫৯টি বেসরকারি হজ এজেন্সির অনেকেই এই বর্ধিত সময়ের মধ্যে ভিসার কার্যক্রম শেষ না করায় ২য় দফায় সময় বাড়ানো হয়েছে। এ বর্ধিত সময়ের মধ্যে ভিসার কার্যক্রম শেষ করা না হলে সংশ্লিষ্ট এজেন্সিকেই তার দায় নিতে হবে।
আজ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ অনুবিভাগ থেকে সব হজ এজেন্সিকে এ বিষয়ে চিঠি দেওয়া হয়েছে।
সারাবাংলা/জেআর/একে