Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেসিস নির্বাচন বুধবার, ৩ প্যানেলে প্রার্থী ৩৩

সিনিয়র করেসপন্ডেন্ট
৭ মে ২০২৪ ২২:১৩

ঢাকা: দেশের তথ্যপ্রযুক্তি খাতের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ২০২৪-২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন বুধবার (৮ মে)। রাজধানীর গুলশানে শুটিং ক্লাবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ১১টি পরিচালক পদে তিনটি প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৩ জন প্রার্থী।

বিজ্ঞাপন

বেসিস নির্বাচন ঘিরে সব প্যানেলের প্রচার ছিল চোখে পড়ার মতো। প্রায় সব পক্ষই তথ্যপ্রযুক্তি খাতের কর অব্যাহতি বহাল রাখতে সরকারের সঙ্গে জোর আলোচনা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। কেউ কেউ বেসিসের নিজস্ব ভবন নির্মাণ, ঢাকার বাইরে সাব অফিস, কারওয়ান বাজারের বাইরে বনানীতে সাব অফিস চালুর প্রতিশ্রুতিও দিয়েছেন। দেশের আইসিটি খাতের সব সমস্যা সবাইকে সঙ্গে নিয়ে সমাধানের প্রতিশ্রুতি রয়েছে তিন প্যানেলরই।

বিজ্ঞাপন

গত কয়েক বছরের মধ্যে এবারই বেসিস নির্বাচনে তিনটি প্যানেল অংশ নিচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, নির্বাচনে এবার প্রতিদ্বন্দ্বিতাও হবে হাড্ডাহাড্ডি। কোনো একক প্যানেল থেকে ১১ জনের নির্বাচিত হওয়ার সম্ভাবনা এবার কম। নতুন বোর্ডের পরিচালক পদে তিনটি প্যানেল থেকেই নির্বাচনে অংশ নেওয়া ব্যবসায়ীদের দেখা যেতে পারে।

নির্বাচনে এবার মোট মোট ভোটার এক হাজার ৪৬৪ জন। এর মধ্যে জেনারেল ক্যাটাগরিতে ভোটার ৯৩২ জন, অ্যাসোসিয়েট ক্যাটাগরিতে ভোটার ৩৮৯ জন, অ্যাফিলিয়েট ক্যাটাগরিতে ভোটার ১৩৪ জন ও আন্তর্জাতিক ক্যাটাগরিতে ভোটার ৯ জন।

১১ জনের বোর্ডে সাধারণ ক্যাটাগরিতে পরিচালক নির্বাচিত হবেন আটজন। এর সঙ্গে অ্যাসোসিয়েট, অ্যাফিলিয়েট ও ইন্টারন্যাশনাল ক্যাটাগরি থেকে একজন করে নির্বাচিত হবেন আরও তিনজন। নির্বাচনে কোনো প্যানেল সংখ্যাগরিষ্ঠতা পেলে সেই প্যানেলের দলনেতা বেসিসের পরবর্তী সভাপতি নির্বাচিত হবেন। সেই প্যানেল থেকেই সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সম্ভাবনাও বেশি। মূলত নির্বাচিত পরিচালকদের ভোটে অফিস বেয়ারার নির্বাচিত হবেন।

নির্বাচনে অংশ নেওয়া তিনটি প্যানেল হচ্ছে— ‘টিম স্মার্ট’, ‘টিম ওয়ান’ ও ‘টিম সাকসেস’। নির্বাচন সামনে রেখে গত ৫ মে তিনটি প্যানেলই বেসিস সদস্যদের নিয়ে বড় আকারের অনুষ্ঠান করেছে। সব পক্ষই সেদিন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছে।

টিম স্মার্ট

এক ঝাঁক তরুণ উদ্যোক্তার সমন্বয়ে মোস্তাফিজুর রহমান সোহেলের নেতৃত্ব গড়ে তোলা হয়েছে প্যানেল ‘টিম স্মার্ট’। স্মার্ট বেসিস গঠনের লক্ষ্য সামনে রেখে সরব প্রচারে ছিল প্যানেলটি। অ্যাডভান্সড ইআরপি বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান সোহেল রয়েছেন এই প্যানেলের নেতৃত্বে।

টিম স্মার্ট থেকে জেনারেল ক্যাটাগরিতে পরিচালক পদে লড়ছেন কনটেন্ট ম্যাটার্স লিমিটেডের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এ এস এম রফিক উল্লাহ (সানা), নগদ লিমিটেডের সহপ্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক নিয়াজ মোর্শেদ এলিট, ব্যাবিলন রিসোর্সেস লিমিটেডের সিইও লিয়াকত হোসাইন, ইনুমেন্ট সলিউশন্স লিমিটেডের সহপ্রতিষ্ঠাতা ও সিইও মঞ্জুরুল আল মামুন, লুজলি কাপল্ড টেকনোলজিসের (এলসিটি সল্যুশন সেন্টার) চিফ অপারেটিং অফিসার সৈয়দা নওশাদ জাহান প্রমি, অ্যানালাইজেন বাংলাদেশ লিমিটেডের দ্য ম্যান অব স্টিল (চেয়ারম্যান) এবং ক্রান্তি অ্যাসোসিয়েটস লিমিটেডের পরিচালক ও সিইও ড. মুহম্মদ রিসালাত সিদ্দীক এবং বন্ডস্টাইন টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মীর শাহরুখ ইসলাম।

এই প্যানেল থেকে অ্যাসোসিয়েট ক্যাটাগরিতে পরিচালক প্রার্থী ম্যাগনাস সফটওয়্যার ওয়ার্কসের প্রধান নির্বাহী কর্মকর্তা আরমান আহমেদ খান, অ্যাফিলিয়েট ক্যাটাগরিতে পরিচালক প্রার্থী অ্যাডফিনিক্স লিমিটেডের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা লুৎফি হায়দার চৌধুরী এবং আন্তর্জাতিক পরিচালক পদে প্রার্থী দারাজ বাংলাদেশের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার হাসিনুল কুদ্দুস (রুশো)।

তারুণ্যনির্ভর টিম স্মার্ট পূর্ণ প্যানেলে জয়ী হতে চায়। টিম স্মার্ট নির্বাচিত হলে বেসিসকে স্মার্ট ও আরও গতিশীল এবং তথ্যপ্রযুক্তিনির্ভর আধুনিক সংগঠনে রূপান্তর করার লক্ষ্য তাদের। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের জন্য ব্র্যান্ডিং ও গুলশান বা বনানীতে বেসিসের একটি সাব-অফিস করার লক্ষ্যও রয়েছে তাদের। তারা বেসিসের সব সদস্যকে নিয়ে স্মার্ট বাংলাদেশ গড়তে চায়। টিম স্মার্টকে পূর্ণ প্যানেলে রায় দেওয়ার অহ্বান জানিয়েছেন বেসিসের সাবেক দুই সভাপতি, সাবেক ও বর্তমান নেতারা।

টিম ওয়ান

বেসিসের বর্তমান সভাপতি রাসেল টি আহমেদের নেতৃত্বে গড়ে তোলা হয়েছে ‘ওয়ান টিম’। তারুণ্য ও অভিজ্ঞতার সমন্বয়ে বেসিসের সব সদস্যদের নিয়ে দেশের তথ্যপ্রযুক্তি খাতকে সমৃদ্ধ ও আন্তর্জাতিক বাজার সম্প্রসারিত করতে চায় এই প্যানেলটি। টিমের সবাই মিলে সম্মিলিত প্রচেষ্টায় বেসিসের সব সদস্যের ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যও তাদের।

ওয়ান টিমে জেনারেল ক্যাটাগরি থেকে রাসেল টি আহমেদের নেতৃত্বে নির্বাচনে লড়াই করছেন এম রাশিদুল হাসান, উত্তম কুমার পাল, এ কে এম আহমেদুল ইসলাম বাবু, ইকবাল আহমেদ ফখরুল হাসান, এম আসিফ রহমান, দিদারুল আলম সানি, কে এ এম রাশেদুল মাজিদ।

এ ছাড়া অ্যাসোসিয়েট ক্যাটাগরি থেকে সৈয়দ আব্দুল্লাহ জায়েদ, অ্যাফিলিয়েট ক্যাটাগরি থেকে বিপ্লব ঘোষ রাহুল ও ইন্টারন্যাশনাল ক্যাটাগরি থেকে সৈয়দ মোহাম্মাদ কামাল নির্বাচন করছেন।

টিম সাকসেস

‘টিম সাকসেস’ প্যানেলের নেতৃত্বে রয়েছেন ফ্লোরা টেলিকমের মোস্তাফা রফিকুল ইসলাম। জেনারেল ক্যাটাগরি থেকে এই প্যানেলের প্রার্থীরা হলেন— তৌফিকুল করিম, মোহাম্মদ আমিনুল্লাহ, মো. শহিবুর রহমান খান, ফারজানা কবির, মো. শফিউল আলম, ইমরান হোসেন, সৈয়দা নাফিসা রেজা।

এই প্যানেল থেকে অ্যাসোসিয়েট ক্যাটাগরিতে থেকে এন এম রাফসান জানি, অ্যাফিলিয়েট ক্যাটাগরি থেকে আবদুল আজিজ ও ইন্টারন্যাশনাল ক্যাটাগরি থেকে আবু মুহাম্মদ রাশেদ মজিদ প্রতিদ্বন্দ্বিতা করছেন পরিচালক পদে।

নির্বাচনে বিজয়ী হলে সদস্যদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবে পরিণত করতে দ্রুততম সময়ে বেসিসের সংবিধান সময়োপযোগী করার প্রতিশ্রুতি দিয়েছে এই প্যানেলটি। বেসিস সদস্যদের সবচেয়ে জরুরি দাবি কর অব্যাহতির সময় বাড়াতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও রয়েছে এই প্যানেলের। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ২০৪১ সাল পর্যন্ত তারা এই সুবিধা বহাল রাখতে চেষ্টা চালিয়ে যাবে বলে প্রতিশ্রুতি দিয়েছে।

এবারের বেসস নির্বাচন কমিশন বোর্ডে রয়েছেন চেয়ারম্যান টি আই এম নুরুল কবীর এবং সদস্য সৈয়দ মামনুন কাদের ও নাজিম ফারহান চৌধুরী। আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে রয়েছেন এ তৌহিদ, সদস্য আবদুল্লাহ এইচ কাফি ও নাজনীন কামাল।

সারাবাংলা/ইএইচটি/টিআর

টিম ওয়ান টিম সাকসেস টিম স্মার্ট বেসিস বেসিস নির্বাচন বেসিস নির্বাচন ২০২৪

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর