Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আফতাবনগরে গরুর হাট বসানোর সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট
৮ মে ২০২৪ ১২:৩১

ঢাকা: ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর আফতাবনগরে কোরবানির পশুর হাট বসানোর জন্য ইজারার দিতে জারি করা বিজ্ঞপ্তি স্থগিত করেছেন হাইকোর্ট। আফতাবনগর আবাসিক এলাকা বিবেচনা করে আদালত এ আদেশ দিয়েছেন।

আইনজীবীরা বলছেন, হাইকোর্টের এই আদেশের ফলে ঈদুল আজহার আগে আফতাবনগরে কোরবানির পশুর হাট বসানো যাবে না।

বুধবার (৮ মে) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক ও আইনজীবী এস এম শামীম হোসাইন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত।

স্থানীয় সরকার (সিটি করপোরেশন) ২০০৯ আইনের ধারা ৩ (২) ও প্রথম তফসিল অনুযায়ী আফতাবনগর (ইস্টার্ন হাউজিং) বাড্ডা থানার ৩৭ নম্বর ওয়ার্ড অধীন, যা ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অন্তর্ভুক্ত। গত ৪ এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান সম্পত্তি কর্মকর্তা ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাট বসানোর জন্য ইজারা বিজ্ঞপ্তি দেন।

ওই বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন ওই আবাসিক এলাকার বাসিন্দা মোহাম্মদ আলমগীর হোসেন ঢালী। রিটে স্থানীয় সরকার সচিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটির প্রধান ভূমি কর্মকর্তাসহ ৯ জনকে বিবাদী করা হয়।

সারাবাংলা/কেআইএফ/টিআর

আফতাবনগর ঈদুল আজহা কোরবানির পশুর হাট টপ নিউজ পশুর হাট হাইকোর্ট


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর