Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘উপজেলা নির্বাচনে ভোট পড়েছে ৩৬.১ শতাংশ’

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ মে ২০২৪ ১৯:৫৪

ঢাকা: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথমধাপের ১৩৯ উপজেলায় ৩৬ দশমিক ১ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

বৃহস্পতিবার (৯ মে) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।

মো. আলমগীর বলেন, ‘প্রথম ধাপের উপজেলা নির্বাচনে সবচেয়ে কম ভোট পড়েছে কুষ্টিয়া সদর উপজেলায়। সেখানে ভোট পড়েছে ১৭ শতাংশ। আর সর্বোচ্চ ভোট পড়েছে জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলায়। সেখানে ভোট পড়েছে ৭৩ দশমিক ১ শতাংশ।’

এর আগে, গতকাল বুধবার (৮ মে) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানান, প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ৩০ থেকে ৪০ শতাংশ ভোট পড়েছে।

সারাবাংলা/জিএস/পিটিএম

উপজেলা নির্বাচন টপ নিউজ ভোট


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর