Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীতে বজ্রপাতে ২ ধানকাটা শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ মে ২০২৪ ২১:১৮ | আপডেট: ১০ মে ২০২৪ ০০:৫৯

প্রতীকী ছবি

নরসিংদী: জেলার সদর উপজেলায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুই শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ মে) সন্ধ্যায় উপজেলার পাঁচদোনা ইউনিয়নের ভাটপাড়ার চাকশাল এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সুনামগঞ্জের মধ্যনগরের বিশরান্দা এলাকার আমির হোসেনের ছেলে কবির মিয়া (৩৫) এবং নরসিংদী সদর উপজেলার চাকশাল এলাকার তাহের আলীর ছেলে বিজয় (১৭)। এ সময় সিরাজ মিয়া, সৌরভ আহমেদ ও সজল মিয়া আহত হন। পাঁচদোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

হাসপাতালে চিকিৎসাধীন সিরাজ মিয়া জানান, ধান কেটে বোঝা নিয়ে আসার সময় বৃষ্টি শুরু হয়। এ সময় তারা একটি গাছের নিচে আশ্রয় নেন। এ সময় বিকট শব্দে বজ্রপাতের ঘটনা ঘটে। তখন মুহূর্তেই বজ্রপাতে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই কবির মিয়া মারা যান। আর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিজয়কে মৃত ঘোষণা করেন।

সারাবাংলা/পিটিএম

টপ নিউজ ধানকাটা শ্রমিক নিহত বজ্রপাত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর