কর্ণফুলী রক্ষার আন্দোলনে সিএমপি কমিশনারের ‘উৎসাহ’
৯ মে ২০২৪ ২১:৩৫
চট্টগ্রাম ব্যুরো: কর্ণফুলী নদী রক্ষার আন্দোলন অব্যাহত রাখার পরামর্শ দিয়েছেন চট্টগ্রাম নগর পুলিশের কমিশনার কৃষ্ণ পদ রায়। আন্দোলনকারীদের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৯ মে) সকালে চট্টগ্রামে কর্ণফুলী নদীতে সাম্পান শোভাযাত্রার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সিএমপি কমিশনার বলেন, ‘আমরা বিভিন্ন ধরনের আন্দোলনের কথা জানি। কোনো আন্দোলন সফল হয়, আবার কোনো আন্দোলন ব্যর্থ হয়। কিন্তু কর্ণফুলী রক্ষার এ সামাজিক আন্দোলন ব্যর্থ হলে পুরো জাতি ব্যর্থ হবে। আমাদের আগামী প্রজন্মের স্বার্থে এ আন্দোলন অব্যাহত রাখতে হবে। একটি বাসযোগ্য নগরী গড়ার স্বার্থে, দেশের অর্থনীতির স্বার্থে কর্ণফুলী নদীকে রক্ষা করতে হবে।’
তিনি আরও বলেন, ‘কর্ণফুলীর রক্ষায় যে কোনো ধরনের আয়োজনে সিএমপি সবসময় পাশে থাকবে। আপনাদের আন্দোলনে আমরা সক্রিয়ভাবে জড়িত আছি। কোনো ভয়-ভীতিতে পিছিয়ে যাওয়ার কারণ নেই।’
শোভাযাত্রার উদ্বোধক চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, ‘ছোটবেলা থেকে একটি স্বচ্ছ, সুন্দর কর্ণফুলী নদী দেখে আমি বড় হয়েছি। দেশ উন্নত হচ্ছে, কিন্তু মানুষের পরিবেশ বিধ্বংসী আচরণে কর্ণফুলী ধ্বংস হচ্ছে। এটি কোনোভাবেই হতে দেওয়া যাবে না। কর্ণফুলী রক্ষার সামাজিক আন্দোলনকে আরও শক্তিশালী করতে হবে।’
চট্টগ্রাম প্রেসক্লাবের সহ-সভাপতি চৌধুরী ফরিদ বলেন, ‘কর্ণফুলী নদী থেকে সব অবৈধ স্থাপনা উচ্ছেদে হাইকোর্টের আদেশ আছে। অবৈধ স্থাপনা চিহ্নিতও করা হয়েছে। কিন্তু উচ্ছেদ হচ্ছে না। বন্দরের কালোহাত অবৈধ দখলদার, নদী খেকোদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে, যা মেনে নেওয়া যায় না।’
কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশনের সভাপতি এস এম পেয়ার আলীর সভাপতিত্বে ও আবৃত্তিশিল্পী দিলরুবা খানমের সঞ্চালনায় শোভাযাত্রায় আরও বক্তব্য রাখেন, চসিক কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, চট্টগ্রাম ইতিহাস-সংস্কৃতি গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান আলীউর রহমান, ডায়মন্ড সিমেন্টের মহাব্যবস্থাপক আবদুর রহিম, সৈয়দ আহমেদ, সেলিমুল হক, কামাল আহমেদ রাজা, ডায়মন্ড সিমেন্টের ব্যবস্থাপক শায়ের আমান, ক্যাব চট্টগ্রামের কর্মকর্তা জানে আলম।
তিনদিনের চাটগাঁইয়া সংস্কৃতিক মেলার ১৮তম আসরের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার সকাল ১১ টায় নগরীর অভয়মিত্র ঘাট থেকে সাম্পান শোভাযাত্রা বের হয়। এতে তিনশ’রও বেশি সাম্পান অংশ নেয়। শোভাযাত্রা বাকলিয়া এলাকা ঘুরে আবারও অভয়মিত্র ঘাটে গিয়ে শেষ হয়। কর্ণফুলী রক্ষার দাবি জানিয়ে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে সাম্পান মাঝিরা এ শোভাযাত্রায় অংশ নেন।
সারাবাংলা/আরডি/একে