Wednesday 07 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সরকারি প্রতিষ্ঠান পুঁজিবাজারে এলে অর্থনীতিতে গতি আসবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ মে ২০২৪ ১৩:৩২ | আপডেট: ১০ মে ২০২৪ ১৭:৩৯

ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম, ফাইল ছবি

ঢাকা: সরকারী প্রতিষ্ঠানগুলো পুঁজিবাজারে আসলে দেশের অর্থনীতিতে গতি আসবে বলে মন্তব্য করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম। সরকারী প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্তির নির্দেশনা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান তিনি।

শুক্রবার (১০ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে শেয়ারবাজারের স্টক ব্রোকারদের একমাত্র সংগঠনটি। ডিবিএ’র সাধারণ সম্পাদক মো. দিদারুল গনীর সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বৃহস্পতিবার (৯ মে) শেরে বাংলা নগরে পরিকল্পনা কমিশনে জাতীয় অর্থনৈতিক কমিটির নির্বাহী সভায় (একনেক) প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন। এই নির্দেশনা পুঁজিবাজারের জন্য অত্যন্ত ইতিবাচক ও সময়োপযোগী বলে মনে করেন ডিবিএ’র সভাপতি সাইফুল ইসলাম। এটি বাস্তবায়নে দেশের পুঁজিবাজারের পাশাপাশি সার্বিক অর্থনীতিতে গতি আসবে।

বিজ্ঞাপন

সাইফুল আরও বলেন, প্রধানমন্ত্রী পুঁজিবাজারের সঙ্গে দেশের সার্বিক অর্থনীতি, বাজার মধ্যস্থতাকারী এবং বিনিয়োগকারীদের প্রত্যাশা ও স্বার্থের বিষয়ে অবগত আছেন। তাই পুঁজিবাজারের প্রয়োজনীয়তা উপলব্ধি করে তিনি নানান বিষয়ে নির্দেশনা দেন। সরকারী প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্তির নির্দেশনা দেওয়ার সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাই। এই নির্দেশনা শিগগিরই বাস্তবায়ন হবে এবং পুঁজিবাজারসহ দেশের অর্থনীতিতে এর প্রতিফলন দেখা যাবে।

সারাবাংলা/জিএস/এনএস

টপ নিউজ ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ পুঁজিবাজার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর