Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাঁচা পেঁপের সেঞ্চুরি, অস্থির হয়ে উঠেছে ডিমের বাজার

স্টাফ করেসপন্ডেন্ট
১০ মে ২০২৪ ১৫:৪৮

ঢাকা: বছরজুড়ে কাঁচা বাজারে যে সবজির দাম তুলনামূলক কম থাকে সেটি হলো কাঁচা পেঁপে। আর এখন কাঁচা পেঁপে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ডিমের বাজারও বেশ অস্থির হয়ে উঠেছে। বেড়েছে সব ধরনের মুরগির দামও। এ ছাড়া বাজারে থাকা বেশিরভাগ সবজির দাম বাড়তির দিকে।

সপ্তাহ শেষে কোনো কোনো সবজি কেজিপ্রতি ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। মাছ মাংসের দামও স্বাভাবিকের চেয়ে বেশি।

শুক্রবার (১০ মে) রাজধানীর আগারগাঁওয়ের বিএনপি বাজার, শ্যামলী ও মোহাম্মদপুর কৃষি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

আগারগাঁওয়ের সবজি বিক্রেতা আহাদ মিয়া সারাবাংলাকে বলেন, ‘ঈদের পর থেকে সবজির দাম বাড়তির দিকে। আজ কাঁচা পেঁপে কেজি প্রতি ২০ টাকা বেড়ে ১০০ টাকা হয়েছে। বেগুনের দামও কেজি প্রতি ১০০ টাকা। লম্বা ও গোল বেগুন কেজি প্রতি ১০০ টাকা দরে বিক্রি করছি।’

এদিন শসার দাম বেড়ে ৬০-৭০ টাকা, বরবটি ৮০-৯০ টাকা, মাঝারি আকারের পাতি লাউ ৮০ টাকা, গোল আলু ৬০ টাকা, টমেটো ৬০ টাকা, ঝিঙ্গা ৮০ টাকা, চিচিঙ্গা ৭০ টাকা, ঢেঁড়স ৬০-৭০ টাকা, পটল ৬০-৮০ টাকা, করলা ৮০ থেকে ১০০ কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে মাঝারি আকারের প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে ৩০ টাকা দরে। কোথাও কোথাও তা ৪০ টাকা হালি বিক্রি হতে দেখা যায়।

শুক্রবার বাজারে দেশি পেঁয়াজ ৭০-৮০ টাকা, রসুন ২৪০-২৫০ টাকা, আদা ২৪০-২৫০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।

আগারগাঁওয়ে বিএনপি বাজারে সবজি কিনতে আসা রাসেল মিয়া নামে এক গার্মেন্ট শ্রমিকদের সঙ্গে কথা হয়। তিনি সারাবাংলাকে বলেন, ‘বাজারে সব ধরনের সবজির দাম বেশি। দাম কম থাকায় নিয়মিত পেঁপে কেনা হতো। সেই পেঁপে এখন ১০০ টাকা কেজি হয়েছে। স্বল্প বেতনে চাকরি করে সংসার চালানো আমাদের পক্ষে দিন দিন কঠিন হয়ে পড়ছে। এ জন্য কাটছাঁট করে বাজার করতে হচ্ছে।’

বিজ্ঞাপন

অস্থির ডিমের বাজার

খুচরা বাজারে ফার্মের বাদামি ডিম প্রতি ডজন ১৪০ থেকে ১৫০ টাকা বিক্রি হচ্ছে, যা সাত দিন আগেও ১২০-১২৫ টাকায় বিক্রি হয়েছে। আর ফার্মের সাদা ডিম বিক্রি হচ্ছে ১৩৫-১৪০ টাকা, যা সাতদিন আগে ১১০-১২০ টাকা ছিল। এ ছাড়া হাঁসের ডিম হালি ৮০-৯০ টাকা। আর কোয়েল পাখির ডিম ৫০ টাকা ডজন দরে বিক্রি হচ্ছে।

মোহাম্মদপুর কৃষি মার্কেটের পদ্মা বয়লার হাউজের স্বত্ত্বাধিকারী আবুল কালাম আজাদ শাহীন সারাবাংলাকে বলেন, ‘এ সপ্তাহে সব ধরনের ডিমের দাম বেড়েছে। ডিমের বাজার অস্থির হয়ে উঠেছে। এক সপ্তাহের ব্যবধানে ফার্মের মুরগির ডিমের দাম ডজন প্রতি ২৫-৩০ টাকা বেড়েছে। এ জন্য আজ ডিম বিক্রি করছি না।’

শ্যামলীর বিক্রেতা আব্দুল মান্নান শেখ সারাবাংলাকে বলেন, ‘আজ ফার্মের মুরগির বাদামি ডিম বিক্রি করছি ১৪৫-১৫০ টাকা ডজন দরে। যা গত সপ্তাহে ২০-২৫ টাকা কম ছিল।’

সব ধরনের মুরগির দাম বেড়েছে

আগারগাঁওয়ের বিএনপি বাজারের পোল্ট্রি মুরগির বিক্রেতা মোহাম্মদ তৌফিক সারাবাংলাকে বলেন, ‘এ সপ্তাহে সোনালিকা মুরগির দাম বেড়ে কেজি প্রতি ৪০০ টাকা হয়েছে। এ ছাড়া পোল্ট্রি ২২০-২৩০ টাকা, লেয়ার ৩৩০-৩৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।’

এদিন মোহাম্মদ কৃষি বাজারে আফরিন আক্তার নামে এক গৃহিণীর সঙ্গে। তিনি সারাবাংলাকে বলেন, ‘আজ সোনালিকা মুরগি কিনলাম ৪০০ টাকা কেজি দরে। সব ধরনের মুরগির দাম বেড়েছে, ডিমের দামও বেশি। এ জন্য যতটুকু প্রয়োজন তার চেয়ে কমিয়ে কিনতে হচ্ছে।’

মাছ মাংসের দাম‌‌‌ উচ্চ মূল্যে স্থিতিশীল

এদিন আগারগাঁওয়ের বিএনপি বাজারের মাছ বিক্রেতা মো. হেলাল সারাবাংলাকে বলেন, আজ এক কেজি বা তার চেয়ে বেশি ওজনের রুই মাছ ৩৫০-৩৮০ টাকা কেজি, পাঙাস ২০০-২২০ টাকা কেজি, কৈ ২৫০-২৬০ পাবদা ৪৫০-৫০০ টাকা কেজি, তেলাপিয়া ২৪০-২৬০ টাকা কেজি, সিলভার কার্প ২০০-২২০ টাকা, সিং ৬৫০ টাকা, গুলশা ৭০০ টাকা, চিংড়ি মাঝারি ৭০০-৭৫০ টাকা কেজি দরে বিক্রি করছি।

বিজ্ঞাপন

এদিন গরুর মাংস কেজি প্রতি ৭৫০-৮০০ টাকা এবং খাসি ১০৫০-১১০০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা যায়।

এ ছাড়া অন্যান্য শাক-সবজির দাম গত সপ্তাহের মতোই উচ্চ মূল্যে স্থিতিশীল আছে। বাজার ঘুরে এমনটাই দেখা গেছে। তবে সব ধরনের শাক-সবজি ও মাছ-মাংসের দাম বাজারভেদে ১০-২০ টাকা পর্যন্ত কমবেশি হতে পারে।

সারাবাংলা/কেআইএফ/একে

কাঁচা পেঁপে দ্রব্যমূল্য বাজারদর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর