Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্রিকেটকে বিদায় বলছেন অ্যান্ডারসন

স্পোর্টস ডেস্ক
১১ মে ২০২৪ ১৭:৫৮

দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানছেন অ্যান্ডারসন

সাদা বলের ক্রিকেট থেকে বিদায় নিয়েছিলেন অনেক আগেই। লাল বলের ক্রিকেটে অবশ্য সবাইকে অবাক করেই খেলে যাচ্ছিলেন ইংল্যান্ড পেসার জিমি অ্যান্ডারসন। অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার ঘোষণা দিয়েছেন তিনি। অ্যান্ডারসন এক বার্তায় জানিয়েছেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লর্ডস টেস্ট খেলেই ক্রিকেটকে বিদায় বলবেন তিনি।

২০০২ সালে ইংল্যান্ডের হয়ে অভিষেক হয়েছিল অ্যান্ডারসনের। দীর্ঘ ২২ বছর ধরে জাতীয় দলের হয়ে খেলছেন তিনি। এই বছরের জুলাইয়ে ৪২ এ পা রাখবেন অ্যান্ডারসন। গত মার্চে ধর্মশালাতে ভারতের বিপক্ষে ইতিহাসের তৃতীয় বোলার ও প্রথম পেসার হিসেবে টেস্টে ৭০০ উইকেটের মাইলফলকও ছুঁয়েছেন তিনি। ১৮৭ টেস্ট খেলে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ টেস্ট খেলা ক্রিকেটারও তিনি।

বিজ্ঞাপন

দীর্ঘ ও বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়ে অ্যান্ডারসন নিজেই জানিয়েছেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই বছরের জুলাইয়ে হতে যাওয়া লর্ডস টেস্টই তার শেষ ম্যাচ, ‘গত ২০ বছর দুর্দান্ত একটা সময় কেটেছে নিজের দেশকে প্রতিনিধিত্ব করে। ছেলেবেলা থেকেই আমি ক্রিকেটকে ভালোবাসি। ইংল্যান্ডের হয়ে খেলাটা মিস করব। কিন্তু আমি এটাই সঠিক সিদ্ধান্ত। আমার স্বপ্ন পূর্ণ হয়েছে, এর চেয়ে দারুণ অনুভূতি আর নেই।’

বিদায়বেলায় নিজের পরিবার ও সতীর্থদের ধন্যবাদ জানালেন অ্যান্ডারসন, ‘আমি আমার পরিবারের সমর্থন ছাড়া এতদূর আসতে পারতাম না। এছাড়া আমার কোচ, সতীর্থরাও দারুণ সমর্থন জানিয়েছে। আমি আমার জীবনের নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। আরও বেশি গলফ খেলব। সবাইকে অনেক ধন্যবাদ। আমি এখান থেকে অনেক কিছু পেয়েছি। শেষ টেস্ট খেলার জন্য মুখিয়ে আছি।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

অবসর ইংল্যান্ড জিমি অ্যান্ডারসন

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর