আত্মহত্যা প্রতিরোধে একদল শিক্ষার্থীর উদ্যোগ ‘মনোকর্ণ’
১১ মে ২০২৪ ২০:৫৮
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামে আত্মহত্যা প্রতিরোধে প্রথমবারের মতো একটি স্বেচ্ছাসেবী কার্যক্রম শুরু হয়েছে, যার সঙ্গে যুক্ত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।
শনিবার (১১ মে) নগরীর কাজীর দেউড়ির ব্র্যাক লার্নিং সেন্টারে ‘মনোকর্ণ’ নামে এ সংগঠনের প্রথম প্রকল্প ‘পাশেই আছি’ উদ্বোধন হয়েছে।
অনুষ্ঠানে প্রকল্প পরিচালক জেরিন মুশতারী জানিয়েছেন, পাশেই আছি– একটি ইমার্জেন্সি রেসপন্স সার্ভিস ও ফার্স্ট এইড হেল্পলাইন। হটলাইনে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রকল্পের সঙ্গে যুক্তরা আত্মহত্যাপ্রবণ মানুষের পাশে দাঁড়াবেন। মানসিক স্বাস্থ্য সম্পর্কে মানুষকে কাউন্সেলিং করা হবে।
মনোকর্ণের পরিচালক জান্নাতুল মাওয়া সামিরা বলেন, ‘গবেষণার মাধ্যমে আত্মহত্যার কারণ, প্রতিরোধে করণীয় খুঁজে বের করতেও আমরা কাজ করবো। ধীরে ধীরে কাজের ব্যাপ্তি বাড়ানোর পরিকল্পনা আছে আমাদের।’
উদ্বোধন অনুষ্ঠানে মনোকর্ণের সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দা জান্নাতুল নাইম সিদ্দিকা, চট্টগ্রাম কলেজের মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক হাসিব আল মাহমুদ, সাইকোলজিস্ট তোফা হাকিম, বিহেভিয়ার থেরাপিস্ট নাজমুল হক ও আফরোজা আফরিন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দুজন সাইকোলজিস্ট ও একজন সাইক্রিয়াট্রিস্টের সমন্বয়ে তিন দিনব্যাপী কর্মশালার মাধ্যমে মনোকর্ণের ৯ জন সদস্যকে মেন্টাল হেলথ ফার্স্ট এইডার হিসেবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কর্মশালা পরিচালনা করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের মনোরোগ বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. পঞ্চানন আচার্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাহীনুর রহমান এবং সাইকোলজিস্ট ও বিহেভিয়ার থেরাপিস্ট নাজমুল হক।
সারাবাংলা/আরডি/একে