Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদেশি বউ নিয়ে সিঙ্গাপুর থেকে হেলিকপ্টারে বাড়ি ফিরলেন রেজাউল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ মে ২০২৪ ২১:৩০

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দে বিদেশি বউ নিয়ে হেলিকপ্টারে করে বাড়ি ফিরেছেন সিঙ্গাপুর প্রবাসী এক যুবক। শনিবার (১১ মে) দুপুরে উপজেলার কর্ণসূতি দক্ষিণ পাড়া ঈদগাহ মাঠে হেলিকপ্টার থেকে অবতরণ করেন তারা।

এসময় ঈদগাহ মাঠে হেলিকপ্টার ও বিদেশি বউ দেখতে সকাল থেকেই শত শত উৎসুক নারী-পুরুষ ভিড় করেন। হেলিকপ্টারে করে সিঙ্গাপুর প্রবাসী যুবক রেজাউল ইসলাম বিদেশি বউকে নিয়ে ঈদগাহ মাঠে নামলে স্থানীয়রা তাদের ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানান ও বরণ করে নেন।

বিজ্ঞাপন

রেজাউল ইসলাম কামারখন্দ উপজেলার কর্ণসূতি গ্রামের মৃত মকুল প্রামাণিকের ছেলে।

পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রেজাউল ইসলাম প্রায় ১৫-১৬ বছর ধরে সিঙ্গাপুরে একটি কোম্পানিতে কাজ করছেন। কাজের সুবাদে ইন্দোনেশিয়ার এক নারীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর ভালবেসে পরস্পর বিয়ে করেন। ইন্দোনেশিয়ান ওই নারীর নাম জানু। তিনি ইন্দোনেশিয়ার একটি ব্যাংকে চাকরি করেন।

রেজাউল ইসমালের চাচা বদিউজ্জামান ফেরদৌস সাংবাদিকদের বলেন, ‘রেজাউলের বাবা ছোটবেলাতেই মারা যায়। ওর বাবা বেঁচে থাকলে নিশ্চয়ই খুশি হতেন। সিঙ্গাপুর থেকে আমার ভাতিজা ইন্দোনেশিয়ার এক নারীকে বিয়ে করে হেলিকপ্টারে করে বাড়ি ফিরবেন এজন্য এলাকাবাসী খুব আগ্রহ নিয়ে সকাল থেকেই মাঠে ভিড় জমান। বিষয়টি আমাদেরও ভালো লেগেছে।’

তিনি আরও বলেন, ‘আগামীকাল রোববার আমার ভাতিজা রেজাউলের সঙ্গে ইন্দোনেশিয়ান জানু নামের ওই তরুণীর বাংলাদেশের সংস্কৃতি মেনে বিয়ে হবে।’

প্রবাসী রেজাউল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন ধরে প্রবাসে থাকি। ইচ্ছে ছিল বিদেশি বউ নিয়ে হেলিকপ্টারে করে বাড়ি ফিরব। সেই স্বপ্ন পূরণ করতেই হেলিকপ্টারে বাড়ি ফিরেছি, এজন্য ভালো লাগছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

বিদেশি বউ সিঙ্গাপুর সিরাজগঞ্জ হেলিকপ্টার

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর