Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুপুরে সাংবাদিকদের মানববন্ধন, রাতে অভিযুক্ত চেয়ারম্যান গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ মে ২০২৪ ২২:০১

মুন্সীগঞ্জ: গজারিয়ার হোসেন্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল হক মিঠুকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১১ মে) দুপুরে সাংবাদিকদের মানববন্ধনের পর রাতেই ঢাকা থেকে গ্রেফতার হন চেয়ারম্যান মিঠু।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব খান এ খবর নিশ্চিত করেন। তিনি বলেন, ‘রাত ৯টার দিকে তাকে শাহজাহানপুর থেকে গ্রেফতার করা হয়।’

গত ৮ মে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা নির্বাচনে পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক মানবজমিনের জেলা প্রতিনিধি ও মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি গোলজার হোসেনের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান মনিরুল হক মিঠু। তিনিসহ অন্য আসামিদের গ্রেফতারের দাবিতে শনিবার দুপুরে মানববন্ধন করেন সাংবাদিকরা।

গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণের দিন হোসেন্দী ইউনিয়নের ১নং ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র ও হোসেন্দি বহুমুখী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে পুলিশ ও সাংবাদিকের উপর হামলা, গাড়ি ভাঙচুর ও ব্যালটপেপার ছিনতাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যান মনিরুল হক মিঠুকে প্রধান আসামি করে পরদিন (৯ মে) পৃথক দু’টি মামলা রুজু হয় গজারিয়া থানায়।

সারাবাংলা/এমও

চেয়ারম্যান গ্রেফতার মানববন্ধন সাংবাদিক

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর