‘গাবতলী থেকে বুড়িগঙ্গা পর্যন্ত ফোর লেনের কাজ শিগগিরই শুরু হবে’
১১ মে ২০২৪ ২২:৪৮
ঢাকা: গাবতলী থেকে বুড়িগঙ্গা পর্যন্ত বেড়িবাঁধে ফোর লেনের কাজ শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।
শনিবার (১১ মে) দুপুরে মোহাম্মদপুর গজনবী রোডে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘প্রধান অতিথির (ওবায়দুল কাদের) সঙ্গে গত পরশু দিন পার্লামেন্টে আমার সঙ্গে কথা হয়েছে। মন্ত্রী জানিয়েছেন অতিসত্বর কাজ শুরু হবে গাবতলী থেকে বুড়িগঙ্গা পর্যন্ত বেড়িবাঁধ ফোর লেনের। আপনি প্রতিশ্রুতি দিয়েছেন; ইনশাআল্লাহ এই ফোর লেন হবেই হবে।’
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী নানক বলেন, ‘আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের প্রস্তুত থাকতে হবে যেকোন পরিস্থিতি মোকাবিলার জন্য।’
বিএনপি-জামায়াতের উদ্দেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নানক বলেন, ‘এই দেশ জয় বাংলার দেশ, এই দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ, এই বাংলাদেশ শেখ হাসিনার বাংলাদেশ। আমরা আপনাদের শুধু দেখাতে চেয়েছি, আমাদের প্রাণের নেত্রী শেখ হাসিনা যেখানে বসবাস করেন সেই গণভবন সংলগ্ন ঘিরেই আমাদের অবস্থান। আমরা প্রস্তুত রয়েছি যেকোন পরিস্থিতি মোকাবিলা করার জন্য।’
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, বস্ত্র ও পাটমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান, ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র আতিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, আফজাল হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, স্বাস্থ্য সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুরনাহার লাইলী, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ মহানগর ও সহযোগী সংগঠনের নেতারা।
সভা পরিচালনা করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি।
সারাবাংলা/এনআর/এমও