Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতিদিনই মা দিবস পালন করা উচিত: মির্জা ফখরুল

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ মে ২০২৪ ২৩:০২

ঢাকা: প্রতিদিনই মা দিবস পালন করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে শনিবার (১১ মে) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, “আন্তর্জাতিক মা দিবস’ উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল মায়ের প্রতি আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি তাদের অব্যাহত সুখ ও সৃমৃদ্ধি কামনা করি। ‘মা’ বিস্ময়কর ও আলোকদীপ্ত একটি শব্দ। জন্মের পর থেকে এই শব্দটি সব থেকে বেশি উচ্চারিত হয়।”

তিনি বলেন, “মায়ের প্রতি সম্মান জানাতে প্রতিদিনই মা দিবস পালন করা উচিত। সন্তানের জীবনের যেকোনো সাফল্যে মায়ের অবদান অপরিসিম। ‘মা’ একটি পবিত্র শব্দ, যে ভাষায় তাকে সম্বোধন করা হোক না কেন, সর্বকালে সর্বক্ষেত্রে সৃষ্টির আদিলগ্ন থেকে দেশ ও কালের সীমানা অতিক্রম করেও মায়ের আত্মত্যাগের ভালবাসার রূপ অনেকটা অভিন্ন। মা সন্তানের জন্য নিজেকে সম্পূর্ণ বিলিয়ে দেন, সন্তানের বেঁচে থাকার ও মঙ্গল কামনার জন্য।”

মির্জা ফখরুল বলেন, ‘কেবলমাত্র মায়েরাই সন্তানদের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে। তিনি সন্তানের জন্য কষ্ট-যাতনা নীরবে সহ্য করেন, অসীম ত্যাগ স্বীকার করেন। মায়ের অনুগ্রহ ছাড়া কোনো প্রাণীরই প্রাণধারণ করা সম্ভব না। সত্যের জন্য, সম্মানের জন্য, আত্মমর্যাদার জন্য মায়ের সান্নিধ্য সন্তানকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলে। অনেক শক্তির আধার একজন মা।’

তিনি বলেন, “বাংলাদেশে যিনি ক্ষমতাসীন থাকা অবস্থায় নারী সমাজের অগ্রগতির জন্য অবদান রেখেছিলেন তা প্রশংসিত হয়েছে দেশ-বিদেশে, সেই ‘গণতন্ত্রের মা’ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে প্রতিহিংসার বিচারে বন্দি করে রাখা হয়েছে। কেড়ে নেওয়া হয়েছে মানুষ হিসেবে তাঁর উন্নত চিকিৎসা করার অধিকার। অথচ আর্থিক ও সামাজিক অগ্রগতিতে এ দেশে দেশনেত্রীর অবদান কিংবদন্তিতুল্য। এই মহিমান্বিত দিবসে আমি তার সুস্বাস্থ্য কামনা করছি। মা দিবসে আমি দেশের সকল নাগরিককে আহ্বান জানাব, তারা যেন মায়েদের প্রতি যথাযোগ্য সম্মান ও কর্তব্য পালন করেন। কারণ, সন্তানদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার একমাত্র শর্ত হচ্ছে মায়ের মর্যাদা সম্পর্কে সচেতন থাকা।”

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/এমও

মা দিবস মির্জা ফখরুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর