Tuesday 15 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেচ প্রকল্পে ৪ লাখ গাছ কাটার সিদ্ধান্তে ক্ষুব্ধ জি এম কাদের

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ মে ২০২৪ ১৯:০৭

ফাইল ছবি: গোলাম মোহাম্মদ কাদের

ঢাকা: তিস্তা সেচ প্রকল্প উন্নয়নের নামে বন বিভাগের ৪ লাখ গাছ কাটার সিদ্ধান্তে ক্ষুব্ধ বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। রোববার (১২ মে) এক বিবৃতিতে গাছ কাটা বন্ধ রেখে, নতুন করে বনায়নের দাবিও জানান তিনি।

রোববার (১২ মে) এক বিবৃতিতে বিরোধীদলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদের এসব কথা বলেন। তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তনের অভিঘাতে দেশ এখন বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে। এমন বাস্তবতায় দেদারছে গাছ কাটার সিদ্ধান্ত আত্মঘাতী ও ক্ষমার অযোগ্য।’

বিজ্ঞাপন

বিরোধী দলের নেতা বলেন, ‘গণমাধ্যমের প্রতিবেদনে প্রকাশ, তিস্তা সেচ প্রকল্পের প্রধান ক্যানেলসহ টারশিয়ারি এবং সেকেন্ডারি খাল সংস্কার ও সম্প্রসারণের নামে ৪ লাখ গাছ কাটছে বন বিভাগ। ইতোমধ্যেই দিনাজপুরে খালের নীলফামারী সদরের চান্দের হাট বাহালীপাড়া এলাকায় অন্তত ২০টি গাছ কাটা হয়েছে। ওই এলাকায় এর আগেও গাছ কাটা হলেও নতুন করে বনায়ন করা হয়নি। এর বিরুপ প্রভাবে তিস্তার অনেকাংশ মরুভূমি হতে চলেছে। আবার নীলফামারী সদর ও ডিমলা উপজেলার প্রকল্প এলাকায় ইতোমধ্যেই ৫০ শতাংশ গাছ কাটা হয়েছে। দুর্নীতির মাধ্যমে অর্থ উপার্জনের জন্য অতিরিক্ত বৃক্ষ কেটে অধিক মুনাফা অর্জনই এধরণের প্রকল্প গ্রহণের উদ্দেশ্য কি না তা তদন্ত করা প্রয়োজন।’

বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরও বলেন, ‘গাছের অভাবে দেশের প্রকৃতিক পরিবেশ বিপর্যস্ত হয়ে পড়েছে। তাই গাছ কাটার সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে।’

সারাবাংলা/এএইচএইচ/এমও

গোলাম মোহাম্মদ কাদের জি এম কাদের তিস্তা সেচ প্রকল্প