Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

“শ্রম আইন সংশোধন নিয়ে আইএলও’র সঙ্গে আলোচনা সন্তোষজনক”

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ মে ২০২৪ ১৯:২৩

ফাইল ছবি

ঢাকা: বাংলাদেশের শ্রম আইন সংশোধন নিয়ে আন্তজার্তিক শ্রম সংস্থার (আইএলও) সঙ্গে বৈঠকে বসেছে আইন মন্ত্রণালয়। দু’দিনব্যাপী আলোচনার প্রথম দিনে মোট ৪১টি ইস্যু নিয়ে আলোচনা হয়। রোববার (১২ মে) দুপুর ১২টায় এই বৈঠক শুরু হয়ে আড়াই ঘণ্টা পর্যন্ত আলোচনা হয়েছে।

পরে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বৈঠকের বিস্তারিত ব্রিফ করেন। তিনি বলেন, ‘বাংলাদেশ শ্রম আইন সংশোধনে আন্তর্জাতিক শ্রম সংস্থার সঙ্গে বিস্তারিত আলোচনা চলছে। শ্রম আইন সংশোধনে ৪১টি পয়েন্ট নিয়ে আলোচনার মধ্যে আজ প্রায় আড়াই ঘণ্টায় ১৭টি পয়েন্ট নিয়ে কথা হয়েছে। আরও ২৪টি পয়েন্ট নিয়ে আলোচনা বাকি আছে। সেগুলো নিয়ে আগামীকাল সোমবার (১৩ মে) আলোচনা করা হবে।’

মন্ত্রী বলেন, “আজকের বৈঠকে বাংলাদেশ শ্রম আইনের সংশোধন নিয়ে আলোচনা করা হয়েছে। সেখানে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কিছু পরামর্শ আছে। সেগুলো কতটা আমাদের দেশের স্বার্থে যৌক্তিক, সেটা নিয়ে আলোচনা হচ্ছে। আমরা কোনটা গ্রহণ করতে পারবো, কোনটা গ্রহণ করতে পারবো না, সেক্ষেত্রে কিছুটা বিস্তারিত আলোচনা হচ্ছে। আগামীকাল সকাল সাড়ে ১১টা থেকে আবার এ বিষয়ে আলোচনা শুরু হবে।‘

আলোচনা কতটা সন্তোষজনক জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘কিছু কিছু জায়গা নিশ্চয়ই সন্তোষজনক, খুবই বিস্তারিত আলোচনা হয়েছে।’

ঢাকায় নিযুক্ত আইএলও’র কান্ট্রি ডিরেক্টর টুওমো পোটিআইনেন এর নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন। এতে আইন ও বিচার বিভাগ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবসহ বিভিন্ন দফতর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

সারাবাংলা/জেআর/এমও

আইএলও শ্রম আইন সংশোধন


বিজ্ঞাপন
সর্বশেষ

এখনো সালমানকে মিস করেন মৌসুমী
৬ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৩

সালমান শাহ্‌কে হারানোর ২৮ বছর
৬ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৪৪

সম্পর্কিত খবর