Sunday 18 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদের পর স্কুল-কলেজে ফের সাপ্তাহিক ছুটি ‘শনিবার’

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ মে ২০২৪ ১৯:৫৪ | আপডেট: ১২ মে ২০২৪ ২৩:৪৭

ঢাকা: তাপপ্রবাহের কারণে পিছিয়ে থাকা শিখন কভার করতে সাপ্তাহিক ছুটির দিনে পাঠদান কার্যক্রম মাধ্যমিক বিদ্যালয়গুলো চালিয়ে যাচ্ছে। কতদিন চলবে তা ঠিক না করলেও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী জানিয়েছেন, আগামী ঈদুল আজহার পর শিক্ষা মন্ত্রণালয়ের অধীন স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবার ফের বন্ধ রাখতে পারবেন।

রোববার (১২ মে) এসএসসি ও সমমানের ফলাফল প্রকাশ সংক্রান্ত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

শিক্ষামন্ত্রী বলেন, ‘এটি পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে সিদ্ধান্তটা নিতে হবে। শিক্ষার্থীরা একটি নির্দিষ্ট সময় পাবে বাড়ির কাজ করার জন্য, সেটি বিবেচনায় নিয়ে শনিবারও স্কুল বন্ধ রাখা হয়েছিল। আরও অন্যান্য অনেক বিষয় ছিল। যেহেতু আমরা ৯টি কর্মদিবস পাইনি, শনিবার আপাতত একটা ব্যবস্থা করে সেই কর্মসূচি পাওয়ার চেষ্টা করছি।’

তিনি আরও বলেন, ‘এটি স্থায়ী কোনো সিদ্ধান্ত নয়। আমরা এনসিটিবির সঙ্গে আলোচনা করছি, ডিরেক্টর অফিসগুলোর সঙ্গেও আলোচনা হচ্ছে। শিক্ষকদেরও বিশ্রামের প্রয়োজন আছে, শিক্ষার্থীদেরও বিশ্রামের প্রয়োজন আছে। শিক্ষার্থীরা বাড়ির কাজ যথাযথভাবে করছে কি না, সেটার জন্য সময় পাওয়া যাচ্ছে কি না, সেটিও দেখার প্রয়োজন আছে।’

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘অতিমাত্রায় চাপ দিয়ে সবদিন শ্রেণিকক্ষে পাঠদান করে অনেক বেশি শিখন ফল অর্জন করব, বিষয়টা কিন্তু তা নয়। এটি একটা সাময়িক বিষয়। আমরা আশা করছি আগামী ঈদুল আজহার পরে এটা (শনিবার ক্লাস) আমাদের হয়ত কন্টিনিউ করতে হবে না। অবস্থা বিবেচনায় সেটি আমরা করব।’

উল্লেখ্য, তাপপ্রবাহের কারণে বন্ধ থাকায় তা পুষিয়ে নিতে গত ৪ মে থেকে শনিবারও শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/একে

ঈদ টপ নিউজ তাপপ্রবাহ স্কুল-কলেজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর