Thursday 01 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উপজেলা নির্বাচনে পুলিশের ওপর হামলা: চেয়ারম্যান ১ দিনের রিমান্ডে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ মে ২০২৪ ১৯:১৭ | আপডেট: ১২ মে ২০২৪ ২০:১৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জ: ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণের দিন পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১২ মে) গজারিয়া আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রহিমা আক্তার এ আদেশ দেন। রিমান্ডে যাওয়া আসামি মনিরুল হক মিঠু গজারিয়ার হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

গত ৮ মে গজারিয়া উপজেলা নির্বাচনে ভোটকেন্দ্রে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হলে তাতে ইউপি চেয়ারম্যান মনিরুল হক মিঠুকেও আসামি করা হয়। শনিবার (১১ মে) রাত ৯টার দিকে রাজধানী ঢাকার শাহজাহানপুরের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

বিজ্ঞাপন

মিঠুকে রাতেই মুন্সীগঞ্জ নিয়ে পুলিশ হেফাজতে রাখা হয়। রোববার তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন মামলার তদন্তকারী কর্মকর্তা মহিদুল ইসলাম।

মুন্সীগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক জামাল হোসেন বলেন, আসামি মিঠুকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। শুনানি শেষে বিচারক এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

সারাবাংলা/টিআর