Thursday 03 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় এসএসসিতে পাসের হার ৯৪.৬০ শতাংশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ মে ২০২৪ ২০:০২ | আপডেট: ১২ মে ২০২৪ ২০:০৩

খুলনা: খুলনা জেলায় এসএসসি পরীক্ষায় পাসের হার ৯৪.৬০ শতাংশ। ঘোষিত ফলাফলে খুশি শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা।

রোববার (১২ মে) সকালে ফলাফল ঘোষণার পর শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণে আনন্দ-উল্লাস করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, এবারের এসএসসি পরীক্ষায় খুলনার ৫৭টি কেন্দ্রে ৩৯৪ শিক্ষা প্রতিষ্ঠানের ২৩ হাজার ৪৯৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ২২ হাজার ২২৭ জন শিক্ষার্থী।

খুলনার খালিশপুর নৌবাহিনী স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ফারাহ আহমেদ বলেন, ‘এসএসসিতে জিপিএ-৫ পেয়েছি। খুবই ভালো লাগছে।’

ওই শিক্ষার্থীর পিতা গাজী আলাউদ্দিন আহমদ বলেন, ‘আমার মেয়ের রেজাল্টে খুবই খুশি হয়েছি। আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি।’

সারাবাংলা/একে

এসএসসি পরীক্ষা খুলনা পাসের হার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর