উত্তরায় মাদকবিরোধী অভিযানে আটক ৩০
২৯ মে ২০১৮ ১৪:০৭
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: রাজধানীজুড়ে মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে উত্তরার বাউনিয়া এলাকায় অভিযান চালিয়ে ৩০ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ মে) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ঢাকা পুলিশ হেডকোয়াটারের কমিশনার মনির হোসেইন এর নেতৃত্বে ৪৮০ জন পুলিশ সদস্য এই অভিযানে অংশ নেয়। অভিযানে ডিবি, সোয়াট, ডগ স্কয়াটসহ বিভিন্ন বিভাগের সদস্যরা
উপস্থিত ছিলেন।
অভিযান শেষে কমিশনার মনির হোসেইন সাংবাদিকদের জানান, পুলিশের চালানো মাদক বিরোধী অভিযানে ৩০জন আটক হয়েছে। আটকদের কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা, পাঁচ কেজি গাঁজা পাওয়া গেছে বলে জানান তিনি।
মাদক অভিযানে নিরীহদের আটক করা হচ্ছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যাদের আটক করা হয়েছে তাদের যাচাই-বাছাই করা হবে। নিরীহদের ছেড়ে দেওয়া হবে। তবে যাদের আটক করা হয়েছে, তাদের অধিকাংশই মাদক বিক্রেতা। মাদক বিরোধী অভিযান একটি চলমান প্রক্রিয়া। মাদকের সঙ্গে সংশ্লিষ্ট কেউ ছাড় পাবে না।
সারাবাংলা/এমএমএইচ/এসএইচ