Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সরকার দুর্নীতি দমন না করে বিএনপি দমনে ব্যস্ত’

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ মে ২০২৪ ২৩:৪৮

ঢাকা: সরকার দুর্নীতি দমন না করে বিএনপি দমনে ব্যস্ত বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম।

রোববার (১২) রাতে কারাবন্দি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ও সাবেক কমিশনার মকবুল ইসলাম খান টিপু, গেন্ডারিয়া থানা বিএনপি নেতা মোহাম্মদ সালেহ, ৪৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ময়নাবের বাসায় গিয়ে তাদের পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়ে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

পরে ৪৫ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিনের অসুস্থ মাকে দেখতে ধোলাইখাল যান আবদুস সালাম।

তিনি বলেন, ‘সারা দেশ দুর্নীতিতে ছেয়ে গেছে। বাজার সিন্ডিকেট করে সরকার দলীয় ব্যবসায়ীরা দ্রব্যমূল্যে আগুন ধরাচ্ছে। সরকারের এদিকে কোনো নজর নেই। নজর শুধু বিএনপির দিকে। কারণ, দুর্নীতিবাজরা তাদের রক্ষা করবে, আর জনতা অবৈধ শাসকগোষ্ঠীর পতন ঘটাবে। বিএনপি হচ্ছে জনগণের দল। তাই সরকার দুর্নীতি দমন না করে বিএনপি দমনে ব্যস্ত।’

আবদুস সালাম বলেন, ‘বিএনপির একটি সমাবেশ ডাকলেই ওবায়দুল কাদেরের মাথা নষ্ট হয়ে যায়। অথচ ব্যাংক লুট হয়ে যাচ্ছে, শেয়ার বাজার লুট হয়ে যাচ্ছে, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে— এতে তাদের কোনো মাথা ব্যথা নেই।’

তিনি বলেন, ‘অতীতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিজেরাই নৈরাজ্য, নাশকতা, সন্ত্রাস, ভাঙচুর, জ্বালাও-পোড়াও করে তার দায় বিএনপির ওপর চাপানোর চেষ্টা করেছে আওয়ামী লীগ। কিন্তু সব গোমর দেশের জনগণ ও বিদেশিদের সামনে ফাঁস হয়ে গেছে। গণতান্ত্রিক শক্তিকে ধ্বংস করার জন্য ওবায়দুল কাদের সাহেবরা নানা কারসাজি করে যাচ্ছে। গত ২৮ অক্টোবর সমাবেশের প্রাক্কালে ওবায়দুল কাদের বলেছিলেন, বিএনপি সমাবেশ নিয়ে বাড়াবাড়ি করলে হেফাজতের পরিণতি হবে। অর্থাৎ হেফাজতের আলেম-ওলামাদের রক্তে ঢাকার রাস্তা যেমন ডুবিয়ে দেওয়া হয়েছিল, ঠিক তেমনি পরিণতি করবেন বলে হুমকি দিয়েছিলেন ওবায়দুল কাদের। আর দেশবাসী স্বচক্ষে দেখল, কী ভয়ংকর পরিণতি ঘটানো হয়েছিল।’

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার, ওয়ারী থানা বিএনপির সাবেক সভাপতি সাবেক কমিশনার হাজী লিয়াকত আলী, গেন্ডারিয়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের, সাবেক সাংগঠনিক সম্পাদক ঢালী মামুনুর রশীদ অপু প্রমুখ।

সারাবাংলা/এজেড/টিআর

আবদুস সালাম বিএনপি বিএনপি দমন

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর