Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিনাজপুরের বিভিন্ন এলাকায় টিসিবি’র পণ্য বিক্রি শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ মে ২০২৪ ১৫:২১

দিনাজপুর: দিনাজপুরের বিভিন্ন এলাকায় ফ্যামিলি কার্ডের মাধ্যমে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। বাজার মূল্যের চেয়ে কম দামে তেল, ডাল ও চাল পেয়ে খুশি সীমান্তবর্তী নিম্ন আয়ের মানুষজন।

সোমবার (১৩ মে) সাড়ে ১০টায় হাকিমপুর সরকারি কলেজ মাঠে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা মাধ্যমিক একাডেমিক অফিসার সাখাওয়াত হোসেন।

উপজেলার ১০ হাজার ৫৭১ জনকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ৪৭০ টাকায় ৫ কেজি চাল, ২ কেজি মসুর ডাল ও ২ লিটার তেল দেওয়া হবে।

সুবিধাভোগীরা বলেন, ‘বাজারে যেহেতু আলু, পেঁয়াজ ও চিনির দাম বেশি সেহেতু এসব পণ্য যদি টিসিবির মাধ্যমে যুক্ত করে বিক্রি করে সরকার তাহলে আমাদের জন্য আরও ভালো হবে।’

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় বলেন, ‘উপজেলার তিনটি ইউনিয়ন ও একটা পৌরসভায় তিনজন ডিলারের মাধ্যমে আজ থেকে টিসিবি পণ্য বিক্রি শুরু হয়েছে। প্রতিটি ডিলার পয়েন্টে একজন করে ট্যাগ অফিসার দেওয়া আছে যাতে কেউ অবৈধ কোনো সুযোগ নিতে না পারে।’

সারাবাংলা/এমও

টিসিবি দিনাজপুর


বিজ্ঞাপন
সর্বশেষ

৯০০তম গোলে ইতিহাস গড়লেন রোনালদো
৬ সেপ্টেম্বর ২০২৪ ০৯:০৪

সম্পর্কিত খবর