Tuesday 22 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আরোগ্য নিকেতন খুলে প্রতারণা, ভুয়া চিকিৎসককে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ মে ২০২৪ ০০:১৯ | আপডেট: ১৪ মে ২০২৪ ০১:২৮

আরোগ্য নিকেতনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ইনসেটে মহাদেব বিশ্বাস। ছবি: সারাবাংলা

নড়াইল: নড়াইলে ব্যবস্থাপত্রে নিয়ম বহির্ভূতভাবে বিভিন্ন অ্যান্টিবায়োটিক লেখার কারণে মহাদেব বিশ্বাস নামে এক ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ‘আরোগ্য নিকেতন স্বাস্থ্য সেবা পরামর্শ কেন্দ্র’ নামে একটি স্বাস্থ্য সেবাকেন্দ্র খুলে তিনি রোগীদের সঙ্গে প্রতারণা করতেন।

সোমবার (১২ মে) বিকেলে নড়াইল সদর হাসপাতালের সামনে আরোগ্য নিকেতন স্বাস্থ্য সেবা পরামর্শ কেন্দ্রে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলার সহকারী ভূমি কমিশনার (এসি, ল্যান্ড) দেবাশীষ অধিকারী।

বিজ্ঞাপন

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, নড়াইল সদর হাসপাতালের সামনে দীর্ঘ দিন ধরে আরোগ্য নিকেতন স্বাস্থ্য সেবা পরামর্শ কেন্দ্র খুলে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছেন মহাদেব। তিনি একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। কিন্তু নিজেই নিয়ম বহির্ভূতভাবে রোগীদের চিকিৎসার ব্যবস্থাপত্রে স্টেরয়েড, অ্যান্টিহাইপারটেনসিভ, অ্যান্টি-ডিপ্রেসেন্ট ও অ্যান্টিবায়োটিক লিখতেন। তার এই কার্যক্রম জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বিবেচনায় ভ্রাম্যমাণ আদালত তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

নড়াইলের সিভিল সার্জন ডা. সাজেদা বেগম পলিন বলেন, মহাদেব বিশ্বাস একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হয়ে রোগীদের চিকিৎসার ব্যবস্থাপত্রে ননা ধরনের ওষুধ লিখতেন। এটি সম্পূর্ণ নিয়ম বহির্ভূত কাজ। এ কারণে ভ্রাম্যমাণ আদালত তাকে ৫০ হাজার টাকা জরিমানা সাজা দিয়েছেন।

নড়াইলের সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শুভাশিস বিশ্বাস, ডা. শামীমুর রহমানসহ স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্টরা অভিযানে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিআর

আরোগ্য নিকেতন জরিমানা নড়াইল ভুয়া ডাক্তার ভ্রাম্যমাণ আদালত

বিজ্ঞাপন

বিকেলে বিএনপির যৌথ সভা
২২ এপ্রিল ২০২৫ ১০:৩৭

আরো

সম্পর্কিত খবর