Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় কুলখানি নিয়ে সংঘর্ষ, নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ মে ২০২৪ ১৪:০৬

কুষ্টিয়া: কুষ্টিয়ার হাতিয়ায় চাচির কুলখানি নিয়ে ভাতিজাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বকুল বিশ্বাস (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে আরও পাঁচজন।

সোমবার (১৩ মে) রাত সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত বকুল বিশ্বাস হাতিয়া গ্রামের মৃত আফতাব বিশ্বাসের ছেলে।

নিহত বকুলের চাচাতো ভাই হামলায় আহত নিয়াজি খান বলেন, গত বৃহস্পতিবার তার চাচি জাহানার খাতুন মারা যান। শনিবার কুলখানির আয়োজন করা হয়। এই আয়োজনের রান্না ও দাওয়াত দেওয়াকে কেন্দ্র করে আরেক চাচাতো ভাই শিপন বিশ্বাসের সঙ্গে আমাদের বিরোধ বাধে। এ সময় শিপন বিশ্বাসসহ তার ৩০-৪০ জন সহযোগী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে বকুলসহ ছয়জন আহত হলে তাদের উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসক বকুলকে মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া ইসলামী বিশবিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মেহেদি হাসান বকুল হত্যার ঘটনার সত্যাতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সামাজিক দ্বন্দে স্বজনদের হামলায় বকুল নিহত হয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বকুল হত্যার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশি অভিযান চলছে।

এ ছাড়া, নতুন করে সংঘর্ষ এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে বলেও জানান ওসি।

সারাবাংলা/ইআ

কুষ্টিয়া টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর