Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপি থেকে আরও ৫ জন বহিষ্কার

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ মে ২০২৪ ১৭:২৪

ঢাকা: দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় আরও পাঁচ জনকে দলের সব পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি।

মঙ্গলবার (১৪ মে) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিবৃতিতে তিনি বলেন, ‘দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির যে সকল নেতৃবৃন্দ আগামী ২১ মে অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে দলের যেসব নেতা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ ও মহিলা) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদেরকে দলীয় গঠনতন্ত্র মোতাবেক বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন- মানিকগঞ্জ জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক মো. সোহেল রানা মল্লিক, মহিলা দলের সহ-সাংগঠনিক সম্পদাক মুন্নি আক্তার, খুলনার খানজাহান আলী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, নওগাঁর সাপাহার থানা মহিলা দলের প্রচার সম্পাদক সুমি আক্তার এবং বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক সখিনা বেগম।

সারাবাংলা/এজেড/এনইউ

টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর