Thursday 10 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘লু’র সফরকে কেন্দ্র করে ওবায়দুল কাদের অস্থিরতায় ভুগছেন’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ মে ২০২৪ ১৭:২৩

ঢাকা: মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র ঢাকা সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অস্থিরতায় ভুগছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (১৪ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। উপজেলা নির্বাচন বর্জনের ব্যাপারে জনসচেতনা সৃষ্টিতে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

রুহুল কবির রিজভী বলেন, ‘বর্তমান সরকার গায়ের জোরে ক্ষমতা দখল করে আছে। সুষ্ঠু ভোটে তারা বিশ্বাস করে না। গণতন্ত্র ও ভোটাধিকার ধ্বংস করে জোর করে ক্ষমতায় আছে তারা। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র সফরকে কেন্দ্র করে বিএনপি নেতারা কিছু না বললেও ওবায়দুল কাদের খুব উত্তেজনার ভেতরে আছেন। তাদের উত্তেজনা কোনো ভাবেই প্রশমিত হচ্ছে না। ওবায়দুল কাদের মানসিক অস্থিরতায় ভুগছেন। ভয়ে তারা প্রলাপ বকছেন।’

‘বিএনপির নেতারা মনে করছেন লু এসে বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দিয়ে যাবেন’- ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে রিজভী বলেন, ‘বিএনপির নেতারা কোথাও এ বিষয়ে কিছু বলেননি। ওবায়দুল কাদের সাহেবরা ভয় থেকে প্রলাপ বকছেন। মনে হয় তিনি বড় ধরনের অস্থিরতায় আছেন।’

তিনি বলেন, ‘সরকার অংশগ্রহন নির্বাচনের কথা বলেন, অথচ ৭ জানুয়ারির নির্বাচনের আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ ২৫/২৬ হাজারের বেশি নেতা-কর্মীকে গ্রেফতার করেছিল। সে নির্বাচনে অন্য কোনো দল অংশ নেয়নি। জনগণও তাদের ভোট দিতে যায়নি। গোটা বাংলাদেশকে কারাগারে পরিণত করে এখন জনগণকে বিভ্রান্ত করার জন্য নানা কথা বলছেন।’

বিজ্ঞাপন

রিজভী বলেন, ‘বাংলাদেশে ব্যাংকের গভর্নর বলেছেন, সবদিক থেকে বাংলাদেশ ধ্বংসের কিনারা এসে পৌঁছেছে। উপদেষ্টা তৌফিক ইলাহী বলেছেন বর্তমান অর্থনীতি ধ্বংসের জন্য পশ্চিমারা ষড়যন্ত্র করছেন। তাদের এরকম বক্তব্যে বোঝা যায়- দেশ ধ্বংসের দ্বারপ্রারন্তে। সুতরাং জনগণকে মিথ্যা বলে বিভ্রান্ত করা যাবে না। তাদের প্রত্যেকটি কাজ হচ্ছে অবৈধ। এতে জনগণের রায় নেই।’

সারাবাংলা/এজেড/ইআ

ওবায়দুল কাদের টপ নিউজ ডোনাল্ড লুর ঢাকা সফর রুহুল কবির রিজভী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর