পর্তুগাল বিএনপির নতুন কমিটির অভিষেক
১৪ মে ২০২৪ ২২:৩৬
ঢাকা: বিএনপি পর্তুগাল শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ মে) পর্তুগালের রাজধানী লিসবনের হোটেল মুন্ডিয়ালে এ অভিষেক অনুষ্ঠান হয়।
পর্তুগাল বিএনপির আহবায়ক আবু ইউসুফ তালুকদারের সভাপতিত্বে সদস্য সচিব ছায়েফ আহমেদ সুইটের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মাহিদুর রহমান, যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেস্টা এম এ মালিক, বিএনপির আন্তর্জাতিক সম্পাদক ও ইউরোপ বিএনপির সাংগঠনিক স্বমনয়ক আনোয়ার হোসেন খোকন।
অনুষ্ঠানের সভাপতি আবু ইউসুফ তালুকদার স্বগত বক্তব্যে বলেন, ‘আমাদের ওপর অর্পিত গুরুদায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করব। তারই অংশ হিসেবে পর্তুগাল সান্তারাইম বিএনপির জোনাল কমিটি ঘোষণা করছি। এই প্রথমবারের মতো পর্তুগালে কোনো জোনাল কমিটি ঘোষণা করা হল।
এম এ মালিক বলেন, ‘পর্তুগাল বিএনপি আগের চেয়ে অনেক সুসংগঠিত। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে, আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে নিতে এবং সর্বোপরি বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্বার করতে ঐক্যের বিকল্প নেই। বাংলাদেশের প্রতিটি দুর্যোগময় মুহুর্তে বিএনপিই একমাত্র রাজনৈতিক দল দায়িত্ব নিয়ে কাজ করে, পর্তুগাল বিএনপিও দেশের বর্তমান ক্রান্তিলগ্নে দেশের জন্য কাজ করবে।’
আনোয়ার হোসেন খোকন বলেন, ‘দীর্ঘদিন পরে হলেও পর্তুগাল বিএনপি তাদের কমিটি পেয়েছে। দল যাদেরকে দায়িত্ব দিয়েছে তাদেরকে দল যোগ্য মনে করেই দিয়েছে। আমাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বলেছেন ব্যাক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, কোনো ব্যক্তিকে খুশি করতে দলের সিদ্ধান্তের বাইরে যাওয়া যাবে না। নবনির্বাচিত আহবায়ক আবু ইউসুফ তালুকদার ও সদস্য সচিব ছায়েফ আহমেদ সুইটসহ সকলকে অভিনন্দন ও ধন্যবাদ জানান তিনি।
নবগঠিত আহবায়ক কমিটির সদস্য সচিব ছায়েফ আহমেদ সুইট নতুন কমিটির সবার নাম ঘোষণা ও পরিচয় করিয়ে দেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পর্তুগাল বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক কাজল আহমেদ, সাবেক ছাত্রদল অর্গানাইজেশন ইউরোপের প্রতিষ্ঠাতা সভাপতি আবু জাফর রাসেল, স্পেন বিএনপির সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন শাকিল, যুক্তরাজ্য বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শেখ খালেদ আহমেদ মিনহাজ, মন্জুরুল হেসেন জিন্নাহ, সাইফুল হক, আজমল আহমদ, শামসুজ্জামান জামান, এম কে নাসির, দিলোয়ার আহমেদ রাফি, স্পেন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস শহীদ, পর্তুগাল বিএনপির যুগ্ম সদস্য সচিব আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেজ, মাহফুজুল আলম সোহাগ, পর্তুগাল কমিউনিটি নেতা মুশাররফ হেসেন, আবু নাঈম শহীদ, কামরুল আহমেদ, পর্তুগাল আহবায়ক কমিটির সদস্য সাইদুল ইসলাম, আব্দুল হাসিব, শাহাব উদ্দিন, নুরুন নাহার, মোয়াজ্জেম হোসেন কায়েস প্রমুখ।
সারাবাংলা/এজেড/একে